নিউইয়র্ক     রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের মাটিতেই অস্ত্র তৈরি করবে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৩১ অপরাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
ইউক্রেনের মাটিতেই অস্ত্র তৈরি করবে ব্রিটেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ছবি: সংগৃহীত

অস্ত্র সরবরাহের ওপর নির্ভরতা কমাতে লাইসেন্সের আওতায় ইউক্রেনেই তৈরি করা হতে পারে ব্রিটিশ অস্ত্র ও সামরিক যানবাহন। আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এ তথ্য দিয়েছে।

দ্য টেলিগ্রাফ বলেছে, ব্রিটিশ প্রতিরক্ষা শিল্পের নির্বাহীরা স্থানীয়ভাবে অস্ত্র ও যানবাহন তৈরির জন্য যৌথ উদ্যোগ স্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে কিয়েভ ভ্রমণ করেছেন। অন্যান্য ইউরোপীয় দেশগুলোর নির্মাতারাও ইউক্রেনের সঙ্গে আলোচনায় ছিলেন। তবে একজন নির্বাহীর উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমটি বলেছে, ব্রিটেনকে ‘সারির সামনে’ রাখার প্রতিযোগিতা চলছে।

রাশিয়ার আক্রমণ প্রত্যাহারে এবং আরও বেশি পশ্চিমা অস্ত্রের আবেদন করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার লন্ডন এবং প্যারিসে ভ্রমণ করেছেন।

ইউক্রেনীয় পাইলটদের ন্যাটোর ফাইটার জেট চালানোর প্রশিক্ষণ শুরুর পরিকল্পনা ঘোষণার পর যখন রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে জেট সরবরাহের কথা আসে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক জেলেনস্কিকে বলেছিলেন, সব ধরনের বিকল্প বিবেচনা করা হতে পারে। তবে পশ্চিমা দেশগুলো এখনও পর্যন্ত রাশিয়ার গভীরে আঘাত হানতে পারে এমন জেট বা অস্ত্র সরবরাহ করা বন্ধ করে দিয়েছে।

এদিকে বার্তা সংস্থা তাস ব্রিটেনে নিযুক্ত রুশ দূতাবাসের জবাবের উদ্ধৃতি দিয়ে বলেছে, ইউক্রেনে ব্রিটিশ ফাইটার জেটের যে কোনো সরবরাহ গুরুতর সামরিক ও রাজনৈতিক প্রভাব ফেলবে। টেলিগ্রাফ বলেছে, প্রতিরক্ষা প্রস্তুতকারক এবং ইউক্রেনের মধ্যে যেকোনো যৌথ উদ্যোগের জন্য সম্ভবত ব্রিটিশ সরকারের অনুমতির প্রয়োজন হবে এবং এই ধরনের পদক্ষেপ মস্কোকে আরো বিরোধী করে তুলবে।

তবে, ১০ ডাউনিং স্ট্রিটে সুনাকের প্রেস অফিস টেলিগ্রাফের প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ও কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

শেয়ার করুন