নিউইয়র্ক     মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বস্তরের হাজারোধিক প্রবাসীর অংশগ্রহণে নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির স্মরনীয় ইফতার মাহফিল

পরিচয় ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪ | ০২:৫২ পূর্বাহ্ণ | আপডেট: ৩১ মার্চ ২০২৪ | ০৯:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
সর্বস্তরের হাজারোধিক প্রবাসীর অংশগ্রহণে নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির স্মরনীয় ইফতার মাহফিল

গত রোববার, ২৪ মার্চ উডসাইডের তিব্বতি কমিউনিটি সেন্টারে নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সোসাইটি, নিউইয়র্কের ইফতার মাহফিল ও কিরাত প্রতিযোগিতা। বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকীর সঞ্চালনায় বাংলাদেশ সোসাইটির বর্তমান ও সাবেক কর্মকর্তা, কমিউনিটির সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উত্‌সবমুখর কিন্তু ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত ইফতার মাহফিলে কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও স্পন্সরগণ পুরষ্কার বিতরণ করেন। ইফতার মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মওলানা মির্জা আবু জাফর বেগ। কিরাত প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আইটিভি’র মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ।

বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকাল সম্পাদক লায়ন শাহ নেওয়াজ সোসাইটির এই আয়োজনের প্রশংসায় মুগ্ধ হয়ে বলেন, আমি বেঁচে থাকলে আগামী বছর বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিলে কিরাত প্রতিযোগিতার সকল পুরষ্কার তিনি স্পন্সর করবেন।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের, এটর্নী মঈন চৌধুরী, সোসাইটির সহ সভাপতি ফারুক চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট জাহিদ মিন্টু, সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোকন হাকিম, বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু প্রমুখ।

অনুষ্ঠানে সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া বলেন, সবার সহযোগিতায় অসম্ভবকে সম্ভব করা হয়েছে। এজন্য তিনি সকল প্রবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সহযোগিতা অব্যহত রাখার অনুরোধ করেন। প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ সোসাইটির সদস্যপদ নবায়ন করার জন্য প্রবাসীদের প্রতি আহবান জানিয়ে বলেন, এবছর অনুষ্ঠিতব্য কার্যকরী পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আগামী ৩০ জুন সোসাইটির সদস্যপদ গ্রহণের শেষ তারিখ।

ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য হাজি মফিজুর রহমান, আজিমুর রহমান বুরহান, আব্দুল হাসিম হাসনু, মোস্তফা কামাল পাশা বাবুল, ওয়াসি চৌধুরী, খোকন মোশাররফ, আতোয়ারুল আলম, জহিরুল ইসলাম মোল্লা, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, আতাউর রহমান সেলিম ও ফকরুল আলম, সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাবেক ট্রাস্টি বোর্ড সদস্য কাজী আজহারুল হক মিলন, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, নির্বাচন কমিশনের সদস্য আব্দুল হাকিম মিয়া, আনোয়ার হোসেন, রুহুল আমিন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী দোহার সমিতর সভাপতি দুলাল বেহেদু, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ মিন্টু, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান ও সাধারণ সম্পাদক রোকন হাকিম, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক ও সাধারণ সম্পাদক ইউছুফ জসীম, সহ-সভাপতি তাজু মিয়া ও কোষাধ্যক্ষ মহিউদ্দিন, বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফেল তালুকদার ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল কাশেম, কমিউনিটি অ্যাকটিভিস্ট সরওয়ার খান বাবু, এ কে এম রফিকুল ইসলাম ডালিম, কুমিল্লা সোসাইটির সভাপতি বদরুল হক আজাদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি প্রয়াত কামাল আহমেদের কন্যা রুমানা কামাল, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা তপন জামান, আবুল কাশেম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আল আমিন রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী ময়নুজ্জামান চৌধুরী, আতিকুল ইসলাম জাকির, অ্যাংকার ট্রাভেলসের প্রেসিডেন্ট এ এস এম মাঈনুদ্দীন পিন্টু, স্যানম্যান গ্লোবালের প্রেসিডেন্ট মাসুদ রানা তপন, চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট আব্দুর রব ও বর্তমান প্রেসিডেন্ট রফিকুল ইসলাম, শোটাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম, কমিউনিটি অ্যাকটিভিস্ট আব্দুর রশীদ বাবু, ছদরুন নূর, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা আক্তার হোসেন, যুক্তরাষ্ট্র যুবদল নেতা আবু সাঈদ আহমেদ, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ, ফোবানার মেম্বার সেক্রেটারী কাজী শাখাওয়াত হোসেন আজম, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, শাখাওয়াত বিশ্বাস, তোফায়েল আহমেদ চৌধুরী, শিল্পী শাহ মাহবুব, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা নূরুল হক প্রমুখ।

বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা জানান, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতায় এবছরের ইফতার মাহফিল ও কিরাত প্রতিযোগিতা সফল হয়েছে। ৮০০ আসনের তিব্বতিয়া কমিউনিটি সেন্টারে তিল ধারণনের ঠাঁই ছিলো না। অনেক প্রবাসীকে বসার জন্য অতিরিক্ত চেয়ার দিতে হয়। সবমিলিয়ে এক হাজার থেকে ১২০০ প্রবাসী এবারের ইফতার মাহফিলে অংশ নেন। আর প্রবাসীদের ইফতারের জন্য তৈরী খাবার সোসাইটির কর্মকর্তারা নিজ উদ্যোগেই সেন্টারের রান্না ঘরে রান্না ও তৈরী করেন। খাবারগুলো সুস্বাদু ছিলো যার প্রশংসা করেন অনেকেই।

এবারের আয়োজনের বিশেষ সহযোগিতায় ছিলেন সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ নওশেদ আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক ডা. শাহনাজ লিপি, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ টিপু খান, সাহিত্য সম্পাদক ফয়সাল আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব, স্কুল ও শিক্ষা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য ফারহানা চৌধুরী, মোহাম্মদ আখতার বাবুল, আবুল বাশার ভুইয়া, সুশান্ত দত্ত, মোহাম্মদ সাদী মিন্টু ও শাহ মিজানুর রহমান। সংবাদ সূত্র-ইউএনএ

শেয়ার করুন