নিউইয়র্ক     মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ ক্রিকেট টি টুয়েন্টির ট্রফি উন্মোচনে পৃষ্ঠপোষক আশা হোম কেয়ার

পরিচয় ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪ | ০৩:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: ৩১ মার্চ ২০২৪ | ০৯:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
বিশ্বকাপ ক্রিকেট টি টুয়েন্টির ট্রফি উন্মোচনে পৃষ্ঠপোষক আশা হোম কেয়ার

আগামী জুনে বিশ্বকাপ ক্রিকেট টি টুয়েন্টির তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ফ্লোরিডা এবং ট্রেক্সাসে। এ উপলক্ষে গত সপ্তাহে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি প্রর্দশনের জন্য নিউইয়র্কের কুইন্সের বেইসলি পন্ড পার্কে আনা হয়েছিলো। এনওয়াইপিডি’র সহযোগীতায় ট্রফি উন্মোচনে অনুষ্ঠানের একমাত্র পৃষ্ঠপোষক ছিলো আশা হোম কেয়ার। এর আগে যুক্তরাষ্ট্রে ক্রিকেট ম্যাচ হলেও বিশ্বকাপের ট্রফি এবারই প্রথম এসেছে।

অনুষ্ঠানে বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ অনুষ্ঠানের সাথে জড়িত কর্তা ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এ বিষয়ে আশা হোম কেয়ারের প্রেসিডেন্ট এবং সিইও আকাশ রহমান বলেন, বিশ্বকাপ আয়োজনটাই একটা বিশাল ব্যাপার। কিন্তু যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিশ্বকাপের ট্রফি প্রথমবারের মতো এ দেশে এসেছে এবং সেই ট্রফি প্রদর্শন অনুষ্ঠানের অংশ হতে পেরে আমরা গর্বিত। তিনি বিশ্বকাপ ক্রিকেটের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানান। আগামীতে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের উন্নয়নে তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাধ্যমতো সহযোগীতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন