নিউইয়র্ক     সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র থেকে গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু, মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন বিএনপির কেন্দ্রীয় কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে অর্ন্তভুক্ত

পরিচয় রিপোর্ট

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩ | ০৮:৩২ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ মার্চ ২০২৩ | ০৮:৫৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্র থেকে গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু, মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন বিএনপির কেন্দ্রীয় কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে অর্ন্তভুক্ত

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ৩ নেতাকে বাংলাদেশে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করা হয়েছে। এঁরা হলেন সাবেক সহ-সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু ও সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভারপ্রা্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স গত ২রা মার্চ উপরোক্ত তিনজনকে পৃথক পৃথকভাবে দলের কেন্দ্রীয় কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে অর্ন্তভুক্তির আনুষ্ঠানিক চিঠি প্রেরণ করেন।

প্রসঙ্গত, গত ১ লা মার্চ বুধবার যুক্তরাষ্ট্র বিএনপির ৬ জন সাবেক কর্মকর্তা ল্ন্ডনে দলের চেয়ারপার্সন তারেক রহমানের সাথে সাক্ষাত করেন এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাংগঠনিক বিষয়াদি নিয়ে মত বিনিময় করেন। দলের চেয়ারপার্সন তারেক রহমান দীর্ঘক্ষণ যাবত ধৈর্য‍্য ধরে উপস্থিত সকলের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গহণের আশ্বাস দেন। পরের দিন ২রা মার্চ দলের কেন্দ্রীয় কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে অর্ন্তভুক্তির আনুষ্ঠানিক চিঠি পান উপরোক্ত তিনজন।

গত ১লা মার্চ লন্ডনে যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষে যারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাত করেছেন তাঁদের মধ্যে ছিলেন গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু, মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, জসীম ভুঁইয়া, মোশাররফ হোসেন সবুজ ও আলহাজ্ব বাবরউদ্দিন।

শেয়ার করুন