নিউইয়র্ক     সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিউইয়র্ক এর শারদীয় দুর্গোৎসব উদযাপিত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩ | ০৬:৪৪ পূর্বাহ্ণ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ | ০৬:৪৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিউইয়র্ক এর শারদীয় দুর্গোৎসব উদযাপিত

নিউইয়র্কে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। গত ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিউইয়র্ক এর আয়োজনে হল উপচে পড়া ভক্তদের অংশগ্রহণে উডসাইডের গুলশান ট্যারেসে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে।

গুলশান ট্যারেসে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিউইয়র্ক’র শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস।

পূজা উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিল পূজা, অঞ্জলি, আরাধনা, আরতি, যজ্ঞ, সন্ধি পূজা, সাংস্কৃতিক অনুষ্টান। পূজার সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দর ও আকর্ষণীয় করতে ঢাকা ও কলকাতার বিভিন্ন জনপ্রিয় শিল্পী, কলাকুশলীদের উপস্থিতিও ছিল লক্ষ্যনীয়।

সনাতন হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব শারদীয় পূজার প্রায় এক মাস আগ থেকেই পূজার প্রস্তুতি নেয় মন্দির ও হিন্দু ধর্মালম্বীদের সকল সংগঠনসমুহ।

শেয়ার করুন