নিউইয়র্ক     সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

থাই ললি চিংড়ি 

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩ | ১০:২৯ অপরাহ্ণ | আপডেট: ১০ নভেম্বর ২০২৩ | ১০:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
থাই ললি চিংড়ি 

চিংড়ির বিদেশি পদ থাই ললি চিংড়ি। একবার খেলে মুখে লেগে থাকবে এর স্বাদ।

উপকরণ : ১. চিংড়ি মাছ ২৫০গ্রাম চিংড়ি মাছের মাথা লেজ খোসা ফেলে ধুয়ে পানি ঝড়িয়ে নিতে হবে। ২. কালো গোল মরিচের গুঁড়া আধা চা চামচ, ৩. লেবুর রস ১ চা চামচ, ৪. সয়া সস আধা চা চামচ,৫. ফিস সস আধা চা চামচ, ৬. চালের গুঁড়া এক কাপ, ৭. কর্নফ্লাওয়ার আধা কাপ, ৮. বেকিং পাউডার আধা চা চামচ, ৯. লবণ আধা চা চামচ, ১০. গোল মরিচের গুঁড়া আধা চা চামচ, ১১. লাল মরিচের গুঁড়া ১ চা চামচ ও ১২. শাসলিক কাঠি।

প্রণালী : ১-৫ নম্বর উপকরণ দিয়ে চিংড়ি মাছ মাখিয়ে রেখে দিন ১০-১৫মিনিট। এরপর ৬-১২ নং উপকরণ সব একসঙ্গে মিশিয়ে তৈরি করুন একটি পাতলা বেটার। বেটার একটা গ্লাসে নিন। গ্লাসের সাইজ ও বেটারের পরিমাণ দেখে বুঝে নিতে হবে। যাতে শাসলিক কাঠিতে গেঁথে নেওয়া চিংড়ি গ্লাসের বেটারের ডুবিয়ে ওঠানো যায়। শাসলিক কাঠিতে ৩-৪টি চিংড়ি মাছ গেঁথে নিন। চিংড়ি গেঁথে নেওয়া কাঠি একটি একটি করে গ্লাসের বেটারে ডুবিয়ে তুলে গরম তেলে ভেজে নিতে হবে। ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে থাই ললি চিংড়ি।

চিংড়ি খুব অল্প সময় ভেজেই তুলে নিন। বেশি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যাবে। এই রেসিপিতে কোন কিছুই মেপে নেওয়ার প্রয়োজন হয় না। নিজের আন্দাজমতো সব নিলেই হবে। শাসলিক কাঠিতে চিংড়ি গেঁথে নেওয়ার আগে ১০-১৫ মিনিট কাঠিগুলো পানিতে ভিজিয়ে রাখুন। তাহলে ভাজার সময় কাঠিগুলো পুড়ে যাবে না।

শেয়ার করুন