নিউইয়র্ক     সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এনওয়াইসি হেলথ অ্যান্ড হসপিটালের কমিউনিটি এডভাইজারি বোর্ডের সিএবি মেম্বার হলেন বাংলাদেশী-আমেরিকান শাহজাহান শেখ

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩ | ০৬:২৮ পূর্বাহ্ণ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ | ০৬:২৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
এনওয়াইসি হেলথ অ্যান্ড হসপিটালের কমিউনিটি এডভাইজারি বোর্ডের সিএবি মেম্বার হলেন বাংলাদেশী-আমেরিকান শাহজাহান শেখ

নিউইয়র্কে ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফার্স্ট চেয়ারম্যান শাহজাহান শেখ এনওয়াইসি হেলথ অ্যান্ড হসপিটালের কমিউনিটি এডভাইজারি বোর্ডের সিএবি মেম্বার হয়েছেন। সম্প্রতি নিয়োগপ্রাপ্ত বাংলাদেশী-আমেরিকান শাহজাহান শেখের এই নিয়োগ ১ সেপ্টম্বর ২০২৩ থেকে ৩১ আগস্ট ২০২৫ সাল পর্যন্ত কার্যকর থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, প্ল্যানিং ও ব্যবস্থাপনায় সিটি হাসপাতালের চিকিৎসায় উচ্চমান এবং সার্ভিস প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সিএবি’র মেম্বাররা। প্রতি দুই বছরের জন্য কর্মদক্ষতা, কম্যুনিটি সংশ্লিষ্টতা এবং জনস্বাস্থ্যোর গুরুত্বের ওপর ভিত্তি করে নিউইয়র্ক সিটির প্রতিটি বরোতেই এই মনোনয়ন প্রদান করেন বরো প্রেসিডেন্টরা।

উল্লেখ্য, ব্রঙ্কসে বসবাসরত কমিউনিটি এক্টিভিস্ট শাহজাহান শেখ ২০১৭ সাল থেকে ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নতুন করে অতিরিক্ত দায়িত্ব পেলেন এনওয়াই হেলথ অ্যান্ড হসপিটালের কমিউনিটি এডভাইজারি বোর্ডের সিএবি’র। শাহজাহান শেখের দেশের বাড়ি বাংলাদেশের গাজিপুরের কাপাশিয়ায়।

শেয়ার করুন