নিউইয়র্ক     মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আফগানিস্তানে ডেপুটি গভর্নরের জানাজায় বিস্ফোরণে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৩ | ১১:০০ অপরাহ্ণ | আপডেট: ০৯ জুন ২০২৩ | ১১:০০ অপরাহ্ণ

ফলো করুন-
আফগানিস্তানে ডেপুটি গভর্নরের জানাজায় বিস্ফোরণে নিহত ১১

সংগৃহীত

আফগানিস্তানে ডেপুটি গভর্নরের জানাজায় বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এতে ১১ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছে । স্থানীয় সময় বৃহস্পতিবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের একটি মসজিদের ভেতরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। খবর রয়টার্স।

নিহতদের মধ্যে উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের সাবেক পুলিশ কমান্ডার সাইফুল্লাহ শামীমও আছেন বলে আরেক পুলিশপ্রধান নাজিবুল্লাহ বাদাখশাহীর দেয়া শোকবার্তার বরাতে জানা গেছে। ফাইজাবাদের বাসিন্দা আশরাফ নায়েল জানান, স্থানীয় সময় বেলা ১১টা নাগাদ বিস্ফোরণটি হয়, সেসময় তিনি নিকটবর্তী একটি আদালত ভবনে ছিলেন। বিস্ফোরণের পর অনেকেই মসজিদের ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়েন, কিছুক্ষণের মধ্যেই বহু অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে আসে।

জঙ্গিগোষ্ঠী আইএস মূলত তালেবান প্রশাসনের শীর্ষ কর্তাদের লক্ষ্য করে তাদের সাম্প্রতিক হামলাগুলো চালাচ্ছে; মার্চে উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের গভর্নরকে হত্যার দায়ও স্বীকার করেছিল তারা।আইএস বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

শেয়ার করুন