নিউইয়র্ক     বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডে তুষারধস, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০২:২৪ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০২:৩৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডে তুষারধস, নিহত ১০

সপ্তাহান্তে অস্ট্রিয়ান ও সুইস আল্পসে বেশ কয়েকটি তুষারধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় নিহতদের মধ্যে নিউজিল্যান্ড, চীন ও জার্মানির পর্যটক রয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছ

প্রতিবেদনে বলা হয়, প্রচণ্ড তুষারপাত ও বাতাসের পর অস্ট্রিয়ার কর্তৃপক্ষ তুষারধসের ৪ নম্বর সতর্ক সংকেত জারি করেছে। এটি দ্বিতীয় সর্বোচ্চ তুষারধস সতর্কতা সংকেত। তবে সতর্কতা সত্ত্বেও অস্ট্রিয়ার পশ্চিমাঞ্চলে স্কি রিসোর্টগুলো লোকে লোকারণ্য হয়ে যায়। কারণ ভিয়েনায় স্কুলগুলোতে ছুটি চলছে।

এদিকে গতকাল রবিবার (৫ ফেব্রুয়ারি) তুষারধসে চাপা পড়ে পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছে অস্ট্রিয়ার পুলিশ। নিহতদের মধ্যে ৫৯ বছর বয়সী এক ব্যক্তি।  ও ছিলেন। তিনি পশ্চিমাঞ্চলীয় টাইরল অঞ্চলে স্নো প্লাউ ব্যবহারেব্যর সময় মারা যান।

শেয়ার করুন