নিউইয়র্ক     সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ সম্মাননা পেলেন দুই বাংলাদেশী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৩ | ০৩:৩৩ পূর্বাহ্ণ | আপডেট: ১২ জুন ২০২৩ | ০৩:৩৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ সম্মাননা পেলেন দুই বাংলাদেশী

অস্ট্রেলিয়ায় সামাজিক সেবা, বিজ্ঞান ও গবেষণা, শিল্প, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায়— ‘কিংস বার্ডডে অনার্স লিস্টে’ এ বছর চারটি ক্যাটাগরিতে ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ সম্মাননা পেয়েছেন ১ হাজার ১৯১ জন নাগরিক। আর এবারের তালিকায় জায়গা করে নিয়েছেন দুই অস্ট্রেলিয়ান-বাংলাদেশি। তারা হলেন মইনুল হক এবং আমিনুল ইসলাম।

এই তালিকায় যারা স্থান পেয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল ডেভিড হার্লে। তিনি বলেছেন , ‘সম্মাননা প্রাপ্তরা জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে যথেষ্ট অবদান এবং উল্লেখযোগ্য প্রভাব ফেলেছেন।’

১৯৭৫ সালে অর্ডার অব অস্ট্রেলিয়া সম্মাননার প্রচলন শুরু হয়। এ সম্মাননার জেনারেল ডিভিশন ক্যাটাগরিতে এ বছরই প্রথমবারের মতো পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি দেখা গেছে। জেনারেল ডিভিশনে এবার সম্মাননা পেয়েছেন ৯১৯ জন। তাদের মধ্যে পুরুষ ৪৫৪ জন এবং নারী ৪৬৫ জন।

যে দুই বাংলাদেশি সম্মাননা পেয়েছেন তারা মেডাল অফ অর্ডার (OAM) ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন। ক্যানবেরায় মাল্টিকালচারাল কমিউনিটিতে অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছেন মইনুল হক। গাঙ্গালিনে মসজিদ নির্মাণে অনুদান সংগ্রহ এবং মুসলিম কমিউনিটির অবদান রাখায় তাকে এ সম্মান জানানো হয়েছে। অপরদিকে কমিউনিটি হেলথে অবদান রাখায় এ সম্মাননায় ভূষিত হয়েছেন ডারউইনের বাসিন্দা আমিনুল ইসলাম। সূত্র: এসবিএস বাংলা

শেয়ার করুন