নিউইয়র্ক     মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রুপসী চাঁদপুর ফাউন্ডেশনে ভুল বুঝাবুঝির অবসান 

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪ | ০৪:৪৫ অপরাহ্ণ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ | ০৪:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
রুপসী চাঁদপুর ফাউন্ডেশনে ভুল বুঝাবুঝির অবসান 

কার্যকরী কমিটি গঠনকে কেন্দ্র করে সম্প্রতি প্রবাসের ঐতিহ্যবাহী সংগঠন রুপসী চাঁদপুর ফাউন্ডেশন এর কিছু সদস্যের মধ্যে যে ভুল বুঝাবুঝির সৃস্টি হয়েছিল, তার অবসান হয়েছে। গত সোমবার ২২ এপ্রিল জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে রুপসী চাঁদপুর ফাউন্ডেশন এর সভাপতি ও সাধারন সম্পাদকের সাথে সংগঠনের কয়েকজন সাবেক সভাপতি, উপদেষ্টা পরিষদের সদস্যের অংশগ্রহনে অনুষ্ঠিত সভায় সংগঠনকে আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কিছু সিদ্বান্ত গৃহীত হয়।

এর মধ্যে রয়েছে সংগঠনের গঠনতন্ত্র অনুসারে সম্মানিত স্থায়ী সদস্য কমিটি পুনর্গঠন, সম্মানিত উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, কার্যকরী কমিটি সম্প্রসারণ এবং গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন।

সভায় আরো যে সিদ্বান্ত গৃহীত হয়, তার মধ্যে রয়েছে আগামী ৪ঠা মে উডসাইডের গুলশার টেরেস অনুষ্ঠিতব্য সংগঠনের অভিষেক অনুষ্ঠানের পুর্বেই কার্যকরী কমিটির সরল সদস্যকে মনোনয়ন ফি এবং সংগঠনের প্রাপ্য সকল চাঁদা পরিশোধ করতে হবে।

এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য সংগঠনের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাসুম,অথবা সাধারন সম্পাদক  নুরে আলম মনির এর সাথে যোগাযোগ করা যেতে পারে।

সভায় উপস্থিত ছিলেন রুপসী চাঁদপুর ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাসুম, ও সাধারন সম্পাদক নুরে আলম মনির, সংগঠনের সাবেক সভাপতি মোস্তফা হোসেন মুকুল, আমিন খান জাকির, হারুন ভুইঞা, মামুন মিয়াজী, কার্যকরী কমিটির সাবেক সদস্য আবদুস সামাদ টিটু, নির্বাচন কমিশনের সদস্য আলমগীর ও সংগঠনের সম্মানিত স্থায়ী সদস্য নাজমুল আহসান । প্রেস বিজ্ঞপ্তি অনুসারে

শেয়ার করুন