নিউইয়র্ক     সোমবার, ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কে চারদিনব্যাপী আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৪ | ০১:০৯ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ মে ২০২৪ | ০১:০৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্কে চারদিনব্যাপী আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু

‘যত বই তত প্রাণ’ শ্লোগান নিয়ে চারদিনব্যাপী ৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুক্রবার (২৪ মে) থেকে শুরু হয়েছে। বাংলাদেশী অধ্যুষিত কুইন্সের জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে আয়োজিত এই মেলা চলবে আগামী ২৭ মে সোমবার পর্যন্ত। দেশ-বিদেশের ৩৫টি প্রকাশনা প্রতিষ্ঠান প্রায় ১০ হাজার নতুন বই নিয়ে এবারে মেলাং অংশ নিচ্ছে। মুক্তধারা ফাউন্ডেশন এই বই মেলার আয়োজক। বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার সন্ধ্যায় ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকার বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বিশ্বজিৎ সাহা।

Screenshot

উপস্থিত ছিলেন বাংলাদেশের সর্বােচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী ‌রেজওয়ানা চৌধুরী বন‌্যা, নিউইয়‌র্কে বাংলাদেশের কনসাল জেনা‌রেল মোহাম্মদ নাজমুল হুদা, মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী, জার্মানী থেক আগতএকুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক ও অনুবাদক নাজমুন নেসা পিয়ারী, কানাডা থেকে আগত একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় ছড়াকার লুত্‌ফুর রহমান রিটন, অভিনেত্রী সারা যা‌কের, কথা সাহিত্যিক ও চ্যানেল আই-র ডিরেক্টর ফ‌রিদুর রেজা সাগর, অভিনেতা আফজাল হোসেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফ‌রিদা ইয়াসমীন এম‌পি, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আ‌রে‌ফিন,সাংবাদিক রোকেয়া হায়দার, বই মেলার সাবেক আহবায়ক গোলাম ফারুক ভুইয়া ও এবারের আহবায়ক সাংবাদিক হাসান ফেরদৌস ছাড়াও দেশ ও প্রবাসের কবি-সা‌হিতি‌্যক, সাংবাদিক ও সাংষ্কৃ‌তিক ব্যক্তিত্ব সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা ভাষা আর সংস্কৃতি এখন বিশ্বময় ছড়িয়ে পড়েছে। সম্মিলিতভাবে বাংলা ভাষাকে বিশ্বের মর্যাদাশীল ভাষায় পরিণত করতে হবে। আমেরিকায় জন্মনিয়ে বড় হওয়া নতুন প্রজন্ম বইমেলা-কে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে এমন প্রত্যাশাও করেন বক্তারা। এরপর মিলনায়তনের ভিতরে ৩৩টি প্রদীপ প্রজ্জলন করা হয়। অথিথিগণ একে একে প্রদীপ প্রজ্জলন করেন। এসময় অতিথিদের উত্তরীয় পড়িয়ে দেয়া হয়।

এর আগে বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমামের নেতৃত্বে উদ্বোধনী দিনে মূল অনুষ্ঠানের আগে উন্মুক্ত মঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে নিউইয়র্কের একাধিক সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। মেলার অনুষ্ঠানমালার মধ্যে থাকবে সেমিনার, কবিতা পাঠ, বই পরিচিতি, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়াও এ বছরের বইমেলার একটি উল্লেখযোগ্য সংযোজন থাকছে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরের সৌজন্য ‘জেনোসাইড ’৭১’ শীর্ষক চিত্র প্রদর্শনী। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী প্রদর্শনীটি উদ্বোধন করেন। জেনোসাইড এখনো কেন আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি- সে বিষয়ে সেমিনারও থাকছে অনুষ্ঠানসূচিতে।

ঢাকা ও কলকাতার পর, বাংলা বইয়ের সবচেয়ে বড় এই মেলায় এবার বিশ্বের অন্তত ১০টি দেশ থেকে লেখক পাঠক এবং প্রকাশক অংশ নিচ্ছেন বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানের শেষদিন, অর্থাৎ সোমবার থাকবে দিনব্যাপী শিশু-কিশোর-যুবা উৎসব, তারুণ্যের উল্লাস।

উল্লেখ্য, বিগত মেলার মতো এবারের ৩৩তম মেলাতেও বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসাবে ‘জিএফবি/মুক্তধারা সাহিত্য পুরষ্কার’ দেওয়া হবে। এই পুরষ্কারের মূল্যমান ৩,০০০ ইউএস ডলার। ইতিপূর্বে যারা এই পুরষ্কার পেয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন নির্মলেন্দু গুণ, আবদুল্লাহ আবু সায়ীদ, দিলারা হাশেম, শামসুজ্জামান খান ও আসাদ চৌধুরী। এছাড়াও মেলায় অংশগ্রহণকারী সেরা প্রকাশককে ‘চিত্তরঞ্জন সাহা প্রকাশক পুরষ্কার’ প্রদান করা হবে। এই পুরষ্কারের মূল্যমান হবে ৫০০ ইউএস ডলার। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য মেলার পক্ষ থেকে দেয়া হবে জিএফবি-মুক্তধারা সাহিত্য পুরস্কার।‌ এছাড়া প্রবাসী লেখকদের জন্য দেয়া হবে শহীদ কাদরী স্মৃতি পুরস্কার। খবর ইউএনএ’র

শেয়ার করুন