নিউইয়র্ক     শনিবার, ২২শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

হিউস্টনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ক্রিকেট সিরিজ নিয়ে শঙ্কা

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৪ | ১২:০৪ অপরাহ্ণ | আপডেট: ১৮ মে ২০২৪ | ১২:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
হিউস্টনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ক্রিকেট সিরিজ নিয়ে শঙ্কা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দেশ ছাড়লেও বাংলাদেশের প্রথম লক্ষ্য অবশ্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ। তিন ম্যাচের এই সিরিজটি শুরু হওয়ার কথা আগামী মঙ্গলবার থেকে। তবে শুরুর আগেই সিরিজটি হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। গত ১৬ই মে বৃহস্পতিবার হিউস্টনের ওপর দিয়ে শক্তিশালী হারিকেনের প্রভাবে প্রচণ্ড ঝড় বয়ে গেছে।

তাতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সিরিজটির ভেন্যু প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স। বিশেষ করে সম্প্রতি এই স্টেডিয়ামে কিছু অস্থায়ী স্থাপনা বসানো হয়েছিল। ঝড়ের কবলে অস্থায়ী স্থাপনাগুলো লণ্ডভণ্ড হয়ে গেছে। ইএসপিএন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি পিটার ডেলা পেনা তাঁর ব্যক্তিগত ‘এক্স’-এ এক পোস্টে সিরিজটি নিয়ে তাই শঙ্কার কথা জানিয়েছেন।

সেখানে তিনি লিখেছেন, ‘২১ মে থেকে শুরু হওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। গত ১৬ মে বৃহস্পতিবার হিউস্টনে বড় ধরনের ঝড় বয়ে গেছে। অস্থায়ীভাবে নির্মিত প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের বেশিরভাগ স্থাপনা ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে।’ এই সিরিজ সামনে রেখেই গতকাল ভোরে যুক্তরাষ্ট্রে পোঁছেছে বাংলাদেশ।

বিমানবন্দরে পোঁছে বৃষ্টির বাধার মুখে পড়েন নাজমুল হোসেন শান্তরাও। বৃষ্টির প্রভাবে বাধাগ্রস্ত হতে পারে বাংলাদেশ দলের অনুশীলন সূচি। সব ঠিক থাকলে আজ প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে অনুশীলনে করার কথা বাংলাদেশ দলের। সেটি নিয়েও এখন অনিশ্চয়তা আছে।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের পর বিশ্বকাপের জন্য দুটি প্রস্তুতি ম্যাচের সূচি আছে বাংলাদেশের।যার প্রথমটির প্রতিপক্ষও যুক্তরাষ্ট্র। দ্বিতীয়টি ভারতের বিপক্ষে।

শেয়ার করুন