নিউইয়র্ক     মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রফেসর ডাঃ জিয়াউদ্দিন আহমেদ ২০২৩ হেলথ ইক্যুইটি লিডারশিপ এবং সোশ্যাল জাস্টিস অ্যাওয়ার্ডে ভূষিত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৩ | ০৩:৪০ পূর্বাহ্ণ | আপডেট: ০৫ জুন ২০২৩ | ০৩:৪০ পূর্বাহ্ণ

ফলো করুন-
প্রফেসর ডাঃ জিয়াউদ্দিন আহমেদ ২০২৩ হেলথ ইক্যুইটি লিডারশিপ এবং সোশ্যাল জাস্টিস অ্যাওয়ার্ডে ভূষিত

প্রফেসর ডাঃ জিয়াউদ্দিন আহমেদ লুইস কাটজ স্কুল অফ মেডিসিন এবং টেম্পল ইউনিভার্সিটি হেলথ সিস্টেমে প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাস্থ্য, ইক্যুইটি, ডাইভারসিটি এবং ইনক্লুশন অফিস দ্বারা ২০২৩ হেলথ ইক্যুইটি লিডারশিপ এবং সোশ্যাল জাস্টিস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। তিনি আমেরিকায় এবং নিজ দেশ বাংলাদেশী সম্প্রদায়ের মধ্যে তার কাজের জন্য স্বীকৃতি পেলেন। অফিস অফ হেলথ ইক্যুইটি, ডাইভারসিটি এবং ইনক্লুশন (OHEDI) এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার (AAPI) সম্প্রদায়কে শক্তিশালী করতে এবং লুইস কাটজ স্কুল অফ মেডিসিন এবং টেম্পল ইউনিভার্সিটি হেলথ সিস্টেমে প্রতিষ্ঠানের সংস্কৃতির মধ্যে পরিবর্তন তৈরি করার জন্য লুইস কাটজ স্কুল এবং টেম্পল ইউনিভার্সিটি সহকর্মীদের প্রচেষ্টাকে স্বীকৃতি দিতে পেরে স্কুল এবং ইউনিভার্সিটি ২টি গর্বিত৷

প্রতিষ্ঠান ২টির আন্তরিক ইচ্ছায় এই বছরের এশিয়ান আমেরিকান ও প্যাসিফিকের জন্য OHEDI হেলথ ইক্যুইটি লিডারশিপ এবং সোশ্যাল জাস্টিস অ্যাওয়ার্ডের মাধ্যমে লুইস কাটজ স্কুল অফ মেডিসিন এবং টেম্পল ইউনিভার্সিটি হেলথ সিস্টেমে তাদের পরিবর্তনকারীদের অবদানকে স্বীকৃতি প্রদান করলো। দ্বীপবাসী হেরিটেজ মাস উপলক্ষ্য। ফিলাডেলফিয়া এবং তার বাইরেও স্বাস্থ্যের সমতাকে উন্নীত করার জন্য যারা পর্দার আড়ালে কাজ করে যাচ্ছেন তাদের ধারাবাহিক কাজের জন্য গর্বিতভাবে এখানে যে পুরষ্কারপ্রাপ্তদের উপস্থাপন করা হয়েছে তারা সর্বজনীন স্বীকৃতি পাওয়ার যোগ্য।

অধ্যাপক, মেডিসিন ও নেফ্রোলজি, টেম্পল ইউনিভার্সিটি, ফিলাডেলফিয়া এবং ইমেরিটাস অধ্যাপক, ড্রেক্সেল ইউনিভার্সিটির প্রফেসর ডাঃ জিয়াউদ্দিন আহমেদ বর্তমানে পেনসেলভেনিয়ার বাসিন্দা, বাংলাদেশ সিলেট জেলার শহিদ ডাঃ শামসুদ্দিন আহমেদের পুত্রসন্তান । তিনি বহুদিন যাবত বাংলাদেশী সম্প্রদায়ের একজন নেতা এবং তিনি তার দেশীয় এবং গৃহীত দেশে সেবার জন্য তার জীবন উৎসর্গ করে চলেছেন। তিনি শত শত ছাত্র/ছাএী এবং নেফ্রোলজি ফেলোদের পরামর্শ দিয়ে চলছেন। এছাডাও তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি ছিলেন।

তিনি ছিলেন একজন সক্রিয় বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার সময় তিনি সরাসরি যোদ্ধে অংশগ্রহন করেন। তিনি এশিয়ান সম্প্রদায় এবং অভিবাসীদের জন্য অসংখ্য স্বাস্থ্য মেলা, স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম এবং বাংলাদেশে প্রথম সংক্রমণ নিয়ন্ত্রণ কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। কিডনি ফাউন্ডেশনের সভাপতি হিসেবে তিনি সিলেটে একটি অলাভজনক ডায়ালাইসিস ক্লিনিক তৈরি করেছেন এবং বর্তমানে বাংলাদেশে একটি দাতব্য হাসপাতাল নির্মাণ করে চলছেন। বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়া সহ উত্তর আমেরিকায় বাংলাদেশী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রফেসর জিয়াউদ্দিন আহমেদকে ব্যাপকভাবে অভিনন্দন জানিয়ে বলেছেন ডাঃ জিয়াউদ্দিন আহমেদের সাফল্যের গর্বিত অংশীদার সকল বাংলাদেশী । প্রেস বিজ্ঞপ্তি অনুসারে

এসএ/এমএএস/এমইউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন