নিউইয়র্ক     শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়লেন লিটন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২২ | ১০:৫১ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ আগস্ট ২০২২ | ০৪:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়লেন লিটন

টি-টোয়েন্টিতে সিরিজ হারের পর ওয়ানডেতে ফিরেই বাংলাদেশ দল বাঘের গর্জন ছাড়ল। দারুণ ব্যাটিং শৈলি দেখিয়ে মাত্র ১ উইকেট হারিয়ে ২০০ রানের বেশি জমা করেছে ইতোমধ্যে।

দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবাল ১১৯ রানের জুটি গড়েছেন। ৮৮ বলে ৬২ রান করে সিকান্দার রাজার বলে আউট হন অধিনায়ক।

এরপর দারুণ ব্যাট করে যাচ্ছিলেন লিটন। সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন। ৮৯ বলে ৯ বাউন্ডারি ও ১ ছক্কায় ৮১ রানে ব্যাট করার সময় ঘটল অনাকাঙ্খিত ঘটনা।

হঠাৎ পায়ে টান পড়লে আর উঠেই দাঁড়াতেও পারলেন না লিটন। ফলে স্ট্রেচারে শুয়েই মাঠ ছাড়তে হয়েছে ডানহাতি এই ওপেনারকে। রিটায়ার হার্ট হয়ে মাঠ ছাড়েন লিটন।

লিটন উঠে যাওয়ার পর মাঠে নামেন মুশফিকুর রহিম। অপর ব্যাটার এনামুল হক বিজয় ফিফটি হাঁকিয়েছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২২২ রান। মুশফিক অপরাজিত ২১ বলে ১৭ রানে।

শেয়ার করুন