নিউইয়র্ক     রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুপার পাওয়ারের মর্যাদা হারাতে পারে যুক্তরাষ্ট্র

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ১০:৫৯ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ১০:৫৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
সুপার পাওয়ারের মর্যাদা হারাতে পারে যুক্তরাষ্ট্র

আগামী ১০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র বেদখল হয়ে যাবে বলে মনে করেন ৩০ শতাংশ আমেরিকান। গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক জরিপের এমন তথ্যই উঠে এসেছে। ওই জরিপের প্রতিবেদনে আরো বলা হয়েছে, সামনের দশকের কোনো এক সময়ে কোনো একটি দেশ যুক্তরাষ্ট্রকে পরাস্ত করতে পারে। ‘ইউ গভ’ নামক একটি সংস্থা এ জরিপ চালিয়েছে।

জরিপে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্কে জনগণের হতাশার চিত্র উদঘাটিত হয়েছে। জরিপে অংশ নেওয়া আমেরিকানদের কাছে আগামী ১০ বছরে ১৫টি ভয়ঙ্কর পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। ৩১ শতাংশ উত্তরদাতা বলেছেন, একটি বিদেশি দেশ দ্বারা যুক্তরাষ্ট্র ঘায়েল হবে এবং সেই দেশটি ইউক্রেনে রাশিয়ার মতো পরিস্থিতির উদ্ভব করতে পারে যুক্তরাষ্ট্রেও। ১২ শতাংশ আমেরিকান বলেছেন, এ ধরনের আশঙ্কা বেশ প্রবল।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখনো যুক্তরাষ্ট্র সামরিক শক্তির ক্ষেত্রে নিজের নেতৃত্ব অব্যাহত রেখেছে। স্টকহোম পিস রিসার্চ ইন্সটিটিউটের তথ্য অনুযায়ী, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতে ব্যয় হয়েছে ৮০১ বিলিয়ন ডলার। এটি চীনের তুলনায় প্রায় তিনগুণ। চীন ব্যয় করেছে ২৯৩ বিলিয়ন ডলার। তবে এশিয়ায় সম্ভাব্য প্রতিপক্ষ হয়ে ওঠার জন্যে চীনের দ্রুত উত্থান ঘটছে।

অপরদিকে শীতল যুদ্ধ-পরবর্তী সোভিয়েত ইউনিয়নের পতন সত্ত্বেও ইউরোপে রাশিয়ার তৎপরতায় নিরাপত্তা বিঘ্নিত হবার পরিস্থিতি অব্যাহত রয়েছে। এ পরিস্থিতি ওয়াশিংটনের নীতি-নির্ধারকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। তবে সাধারণ মানুষের মধ্যে তা কিছুটা হলেও কমেছে বলে জরিপে অংশগ্রহণকারীরা মন্তব্য করেছেন।

এই জরিপে অংশগ্রহণকারীদের অধিকাংশই বলেছেন, যুক্তরাষ্ট্রের পরাশক্তির (সুপারপাওয়ার) মর্যাদা হারানোর আশঙ্কা ক্রমান্বয়ে প্রবল হচ্ছে। বিশেষ করে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর জুড়ে নেতৃত্ব প্রদানের দায়িত্ব আগামী ১০ বছরে অনেকটাই দুর্বল হয়ে পড়তে পারে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের কথায় অন্যরা কর্ণপাত না-ও করতে পারে বলে ২০ শতাংশ আমেরিকান উল্লেখ করেছেন।

জরিপ অনুসারে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সম্ভাবনার ব্যাপারেও প্রচণ্ড হতাশা ব্যক্ত হয়েছে। ৪৭ শতাংশ নাগরিক বলেছেন, অর্থনীতিতে ধস নামতে পারে। ২৭ শতাংশের ধারণা, অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে ওয়াশিংটন প্রশাসন কোনোভাবেই সক্ষম হবে না। আর ২০ শতাংশ মনে করেছেন, মন্দা পরিস্থিতি কাটিয়ে উঠা কঠিন হয়ে পড়তে পারে।

২৫ শতাংশ আমেরিকান বলেছেন, রিপাবলিকান এবং ডেমোক্রেটদের মধ্যেকার বর্তমানের উত্তেজনা যুক্তরাষ্ট্রকে গৃহযুদ্ধে নিপতিত করতে পারে। ৩৭ শতাংশ মনে করছেন, গৃহযুদ্ধ বেঁধে যাবার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ৩১ শতাংশ আমেরিকানের ধারণা যুক্তরাষ্ট্র ক্রমান্বয়ে ‘একটি ফ্যাসিবাদী একনায়কতন্ত্র’ রাষ্ট্রের পথে ধাবিত হচ্ছে। অপরদিকে, ৩১ শতাংশ মানুষ মনে করছেন, যুক্তরাষ্ট্র কম্যুনিস্ট একনায়কতন্ত্রের দিকে এগুচ্ছে।
পরিচয়/সোহেল

শেয়ার করুন