নিউইয়র্ক     মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিদ্দিকবাজারের বিস্ফোরণ নিছক ‘দুর্ঘটনা’, ধারণা ফায়ার সার্ভিস ডিজির

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৩ | ১২:০৮ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ মার্চ ২০২৩ | ১০:১২ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিদ্দিকবাজারের বিস্ফোরণ নিছক ‘দুর্ঘটনা’, ধারণা ফায়ার সার্ভিস ডিজির

রাজধানীর সিদ্দিকবাজারের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে দুর্ঘটনা মনে করছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দীন। গত ৮ মার্চ বুধবার ঘটনাস্থল পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটা নিছক দুর্ঘটনা। তার পরও তদন্ত চলছে। তদন্তের পর পরিপূর্ণ তথ্য পাওয়া যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকও এদিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন।
গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডের সাততলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ১৮ জন মারা গেছেন।

বিস্ফোরণের ঘটনা তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে। সেনাবাহিনী, রাজউক ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে এ কমিটি করা হয়েছে। কমিটি পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এদিকে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে চার সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সাথী /পরিচয়

শেয়ার করুন