নিউইয়র্ক     মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকা

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩ | ০২:৪২ পূর্বাহ্ণ | আপডেট: ১৯ জুলাই ২০২৩ | ০২:৪২ পূর্বাহ্ণ

ফলো করুন-
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকা

মধ্য আমেরিকার উপকূলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থা জানিয়েছে, মঙ্গলবার সালভাদর উপকূলের প্রায় ৬৬ কিলোমিটার (৪১ মাইল) দক্ষিণে প্রশান্ত মহাসাগরে সন্ধ্যা ৬ টা ২২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এতে এল সালভাদর, হন্ডুরাস এবং নিকারাগুয়া কেঁপে ওঠে। খবর এএফপি’র।

ইউএসজিএস প্রাথমিকভাবে জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৫। তবে সালভাদরের পরিবেশ মন্ত্রণালয় জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৮। এক টুইট বার্তায় মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত সুনামির কোনো হুমকি নেই। কোকোস এবং ক্যারিবীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষের স্থান থেকে এ ভূমিকম্পের উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে সালভাদরের সামরিক বাহিনী।

দেশটির নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ বলছে, তারা দেশের বিভিন্ন এলাকার ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করছে। মধ্য আমেরিকার দেশগুলো প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত হওয়ায় ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

শেয়ার করুন