নিউইয়র্ক     রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ায় হামলা সমর্থন করে না যুক্তরাষ্ট্র

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩ | ০৬:০৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ জুলাই ২০২৩ | ০৬:০৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
রাশিয়ায় হামলা সমর্থন করে না যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউজের মুখপাত্র জিন-পিয়েরে। ছবি: রয়টার্স

সোমবার ইউক্রেনের দুইটি ড্রোন হামলায় রাশিয়ার মস্কোয় একাধিক বহুতল ভবন ক্ষতিগ্রস্তের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন হোয়াইট হাউজের মুখপাত্র জিন পিয়ারি। তিনি বলেন, ‘রাশিয়ার অভ্যন্তরে হামলাকে কোনভাবেই সমর্থন করে না যুক্তরাষ্ট্র।’

সোমবার মস্কোয় ড্রোন হামলায় একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। এসব ঘটনায় ইউক্রেনকে দায়ী করে দেশটির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল দেশটি। একটি ড্রোন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরের কাছাকাছি পৌঁছে যায়। যদিও সবগুলো ড্রোন প্রতিহতের দাবি করেছে রুশ প্রশাসন। এই ঘটনাকে কিয়েভের সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছে রাশিয়া।

মস্কোয় হামলার পর দক্ষিণ ইউক্রেনে আক্রমণর গতি বাড়িয়ে রুশ বাহিনী। এ বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধের সবশেষ পরিস্থিতি নিয়ে বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া ওডেসা ও দক্ষিণ ইউক্রেনের অন্যান্য অঞ্চলে দূরপাল্লার হামলা জোরদার করেছে। এতে ওডেসার চর্নমোর্স্ক বন্দরের পাশাপাশি ঐতিহাসিক শহরটির শস্য সংরক্ষণের গুদাম ক্ষয়ক্ষতি হয়। অভিযোগ তুলে কৃষ্ণসাগরীয় শস্য চুক্তি থেকে সম্প্রতি রাশিয়া বের হয়ে যাওয়ার পর ওডেসায় হামলা বাড়িয়েছে দেশটি। সূত্র: আল জাজিরা

শেয়ার করুন