নিউইয়র্ক     সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-আর্মেনিয়ার যৌথ মহড়া, পুতিনের কপালে চিন্তার ভাঁজ

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ০১:০৫ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ০১:০৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্র-আর্মেনিয়ার যৌথ মহড়া, পুতিনের কপালে চিন্তার ভাঁজ

আর্মেনিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

আগামী সপ্তাহে যৌথ মহড়ার ঘোষণা দিয়েছে আর্মেনিয়া ও যুক্তরাষ্ট্র। আর তাতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আর্মেনিয়ারর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইগল পার্টনার-২০২৩’ উপলক্ষে আগামী ১১-২০ সেপ্টেম্বর যৌথ মহড়া চালানো হবে। আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনের জন্য সেনাদের প্রস্তুত করতে এ মহড়া পরিচালিত হবে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, যুক্ররাষ্ট্রেরর ৮৫ ও আর্মেনিয়ার ১৭৫ সেনা এ মহড়ায় অংশ নেবে। এ মহড়ায় কানসাস ন্যাশনাল গার্ডের সেনাদের মধ্যে যাদের ২০ বছরের প্রশিক্ষণ রয়েছে তারা অংশ নিবেন। মহড়ায় কেবল রাইফেল দিয়ে মহড়া হবে। তবে কোনো ধরনের ভারী অস্ত্র ব্যবহার করা হবে না।

আর্মেনিয়া-যুক্তরাষ্ট্রের এ যৌথ মহড়াকে ভালোভাবে নেয়নি রাশিয়া। তাদের এ মহড়ায় পুতিনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এজন্য ছোট পরিসরে মহড়া হলেও তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে ক্রেমলিন।

ক্রেমলিনের মুখিপাত্র দিমিত্রি পেসকভ জানান, এ ধরনের সংবাদ আমাদের জন্য অবশ্যই উদ্বেগের। বিশেষ করে বর্তমান পরিস্থিতি। এজন্য আমরা বিষয়টি পর্যালোচনা ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

রাশিয়ার ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নে থাকাকালে আর্মেনিয়ার প্রসিদ্ধ দক্ষিণ ককেশাস অঞ্চলে একটি শক্ত সেনাঘাঁটি রয়েছে। এ ঘাঁটি থেকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার চুক্তির পর শান্তিরক্ষা মিশন পরিচালিত হয়ে আসছে। এ দুই দেশ সোভিয়েত ইউনিয়নের পতনের পর দ্বিতীয়বার সংঘর্ষে জড়ানোয় শান্তি চুক্তি হয়।

শেয়ার করুন