নিউইয়র্ক     সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১০ লাখ ব্যারেল তেল চুরির অভিযোগ

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:৪২ পূর্বাহ্ণ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:৪২ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১০ লাখ ব্যারেল তেল চুরির অভিযোগ

ইরানের একটি তেলবাহী জাহাজ থেকে ১০ লাখ ব্যারেল তেল চুরির অভিযোগ উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। সম্প্রতি প্রকাশিত আদালতের একটি নথির বরাতে শনিবার এই তথ্য জানিয়েছে আইআরআইবি ওয়ার্ল্ড সার্ভিস (পার্সটুডে)।

চলতি বছরের এপ্রিলে ইরানের তেলবাহী গ্রিসের মালিকানাধীন একটি জাহাজ আটক করে যুক্তরাষ্ট্র। এমটি সুয়েজ রাজান নামে গ্রিসের ওই জাহাজ মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে চীনের জন্য ইরানের তেল বহন করছিল বলে অভিযোগ ওয়াশিংটনের। জাহাজটি দক্ষিণ-পূর্ব এশিয়ার পানিসীমা থেকে আটক করা হয় এবং পরে টেক্সাস উপকূলে যেতে নির্দেশ দেয়া হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, জাহাজটি আটকের নির্দেশ তারা আদালতের কাছ থেকে পেয়েছে। এদিকে জাহাজটি আটক করার পর গ্রিসের কোম্পানি সুয়েজ রাজান লিমিটেড নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায় স্বীকার করে। এরপর যুক্তরাষ্ট্র ওই জাহাজ কোম্পানিকে ২৫ লাখ ডলার জরিমানা করে।

এ ঘটনার পর গত ২০ জুলাই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাঙসিরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো কোম্পানি ইরানি জাহাজ থেকে তেল খালাস করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এমটি সুয়েজ রাজান জাহাজ আটকের কয়েকদিন পর ইরানও ওমান সাগর থেকে যুক্তরাষ্ট্রের একটি তেলবাহী জাহাজ আটক করে। জাহাজটি ইরানের একটি মাছ ধরার ট্রলারকে ধাক্কা দেয় এবং ওই ঘটনায় ইরানের বেশ কয়েকজন ক্রু আহত ও নিখোঁজ হন বলে জানা গেছে। সূত্র : একাত্তর টিভি

শেয়ার করুন