নিউইয়র্ক     শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেনজেমার রেকর্ডের রাতে সুপার কাপ জিতল রিয়াল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২২ | ০৬:১০ পূর্বাহ্ণ | আপডেট: ১১ আগস্ট ২০২২ | ০৬:১০ পূর্বাহ্ণ

ফলো করুন-
বেনজেমার রেকর্ডের রাতে সুপার কাপ জিতল রিয়াল

উয়েফা সুপার কাপে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের একাদশই নামিয়েছিলেন রিয়াল কোচ। আর তাতেই বাজিমাত করলেন আনচেলত্তি। পুরোনো যোদ্ধারা তাকে হতাশ করেননি।
বুধবার রাতে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতল রিয়াল মাদ্রিদ। এ বছর এটি রিয়ালের চতুর্থ শিরোপা অর্জন।আর এদিন এক মাইলফলকও ছুলেন রিয়ালের ফরোয়ার্ড করিম বেনজেমা।রিয়ালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হলেন এই ফরাসি তারকা।

ম্যাচে আক্রমণ, প্রতি আক্রমণ ও গতিময় ফুটবল খেলেছে দুই দলই, তবে গোলের খেলায় হাসি ফুটেঠে রিয়ালের মুখে।প্রথমার্ধের ৩৭ মিনিটে ডেভিড আলাবার গোলে এগিয়ে যায় রিয়াল। ৬৫ মিনিটে গোল করেন রিয়াল তারকা করিম বেনজেমা।অবশ্য রিয়ালের গোলের আগেই লিড নিতে পারত ফ্রাঙ্কফুর্ট। কিন্তু লিড তো দূরের কথা, পুরো ম্যাচেই গোলশূন্য ছিল জার্মান দলটি।ম্যাচের ১৩ থেকে ১৭ মিনিটের মধ্যে গোলের দুটি সুযোগ পেয়েছিল ফ্রাঙ্কফুর্ট। দলটির জাপানি স্ট্রাইকার দাইচি কামাদাকে দুবারই হতাশ করেন রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া। দারুণ দুটি সেভ করে জাল অক্ষুণ্ন রাখেন বেলজিয়ান তারকা।

কিন্তু রিয়াল তারকা আলবাকে ঠেকাতে পারেননি ফ্রাঙ্কফুর্টের গোলরক্ষক। ৩৭ মিনিটে কর্নার কিক থেকে কাসেমিরোর হেডে বল ফাঁকায় পেয়ে যান আলাবা। আলতো টোকায় শুধু গোলের আনুষ্ঠানিকতা সেরেছেন এই জার্মান।ওই এক গোলেই শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ৬১ মিনিটে কাসেমিরোর দারুণ শট ফ্রাঙ্কফুর্টের গোলপোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ঠ হয়।
তবে এর ৪ মিনিট পরই ভিনিসিয়ুসের ক্রস থেকে গোল পান রিয়ালের প্রাণভ্রমরা বেনজেমা। এর মধ্য দিয়ে রাউল গঞ্জালেসকে (৩২৩) টপকে রিয়ালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হলেন এই ফরাসি তারকা। ৩২৪ গোল হয়ে গেল বেনজেমার। ৪৫০ গোল নিয়ে শীর্ষে ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
পরিচয়/এমউএ

শেয়ার করুন