নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজয় উদযাপনে ছুটি ঘোষণা করলো সৌদি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২ | ০৩:২১ পূর্বাহ্ণ | আপডেট: ২৩ নভেম্বর ২০২২ | ০৩:২১ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিজয় উদযাপনে ছুটি ঘোষণা করলো সৌদি

কাতার বিশ্বকাপে ফেভারিট আর্জেন্টিনাকে হারিয়েছে আনন্দে ভাসছে পুরো সৌদি আরব। এত বড় জয় উদযাপন করতে আগামীকাল বুধবার (২৩ নভেম্বর) দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করেছেন বাদশাহ সালমান।

আরব নিউজ জানিয়েছে, জাতীয় দলের জয় উদযাপনের জন্য যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি পরামর্শ অনুমোদন করেছেন বাদশাহ সালমান। বিজয় উদযাপন করতে বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বুধবার সব সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সকল পর্যায়ে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হবে। টানা ৩৬ ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপে এসেছে আর্জেন্টিনা। বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে তাদের নাম রয়েছে তালিকার শীর্ষস্থানে। অন্যদিকে সৌদি আরব নিজেদের সি গ্রুপে র‍্যাংকিংয়ে সবচেয়ে পিছিয়ে থাকা দল।

গোটা টুর্নামেন্টেই শক্তিমত্তার দিক থেকে সৌদি শেষের দিকের একটি দল হিসেবে পরিচিত। সেই সৌদির সঙ্গে আল লুসাইল স্টেডিয়ামে ২-১ গোলের ব্যবধানে হেরে গেছে আর্জেন্টিনা। মেসির দলকে হারিয়ে আকাশে উড়ছে সৌদিরা। প্রতিবেশী দেশ কাতারে এসে এতটা বড় আনন্দের উপলক্ষ পেয়ে যাবেন অনেকেই ভাবেননি।

শেয়ার করুন