নিউইয়র্ক     সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঙালি নিয়ে মন্তব্যে পরেশ রাওয়ালের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২ | ০৪:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ | ০৪:৫৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
বাঙালি নিয়ে মন্তব্যে পরেশ রাওয়ালের বিরুদ্ধে মামলা

তীব্র বিরোধিতার মুখে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হন বলিউড অভিনেতা বিজেপি সাংসদ পরেশ রাওয়াল। পরেশ রাওয়াল ক্ষমা প্রার্থনা করলেও শুক্রবার রাতে তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন সিপিএম নেতা সেলিম।

বিজেপির হয়ে ভারতের রাজনৈতিক প্রচারণায় গিয়ে বাঙালি নিয়ে মন্তব্য করে বিতর্কিত বলিউড অভিনেতা পরেশ রাওয়াল । ওই বিতর্কিত মন্তব্যের জন্য তার বিরুদ্ধে মামলা করেছেন পশ্চিমবঙ্গের সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। শুক্রবার রাতে কলকাতার তালতলা পুলিশ স্টেশনে এ মামলা করা হয়।

অভিযোগপত্রে সেলিম লিখেছেন, ‘বাঙালিদের একটি বড় সংখ্যকই রাজ্যের বাইরে বসবাস করেন। পরেশ রাওয়ালের এই মন্তব্যের কারণে রাজ্যের বাইরে বসবাসকারী বাঙালিরা নিশানা ও প্রভাবিত হতে পারেন। ইচ্ছাকৃতভাবে অপমান, শত্রুতা ছড়ানো, জনসাধারণের মধ্যে হিংসা ছড়ানোর মতো অপরাধে পরেশ রাওয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হোক।’

বৃহস্পতিবার বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে গিয়ে গুজরাটের ভালসাদের এক সভায় পরেশ রাওয়াল গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে বলতে গিয়ে বলেন, ‘গ্যাসের দাম বাড়লে তা আবার কমে যাবে । মূল্য বৃদ্ধি হলে সেটাও লাগামের মধ্যে চলে আসবে। সকলের কর্মসংস্থানও হবে। কিন্তু দিল্লির মতো আপনাদের চারপাশে যদি রোহিঙ্গা আর বাংলাদেশি ঘুরে বেড়ায় তখন কী করবেন ? কম দামের গ্যাসে বাঙালিদের মাছ ভাজা করে খাওয়াবেন?’

পরেশ রাওয়ালের মন্তব্যে তীব্র শোরগোল পড়ে যায় রাজ্যে জুড়ে । তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেন, ‘গ্যাসের দাম বাড়লে তার প্রভাব হিন্দু-মুসলিম সকলের ওপরেই পড়ে । পরেশ রাওয়াল নিজে ও মাই গডের মতো সিনেমায় অভিনয় করেছেন । ধর্ম নিয়ে ব্যবসা করার প্রতিবাদ করেছেন সিনেমায়। সেই তিনি দুটো ভোট পাওয়ার জন্য গুজরাটে গিয়ে এ ধরনের কথা বলছেন । এই কথাগুলো অত্যন্ত অসম্মানজনক । পরেশের মনে রাখা উচিত, বাংলাতেও তার ছবি মুক্তি পায়। সেখানে তিনি বলছেন, কম দামে গ্যাস নিয়ে বাঙালিদের মাছ রান্না করে খাওয়াবেন? নাম না করে সব বাঙালিকে অনুপ্রবেশকারী বলছেন বিজেপি সাংসদ।’

যদিও তীব্র বিরোধিতার মুখে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হন বলিউড অভিনেতা বিজেপি সাংসদ পরেশ রাওয়াল। শুক্রবার একটি টুইট বার্তায় তিনি বলেন, ‘মাছ কথাটি এখানে প্রাসঙ্গিক নয়। গুজরাটের মানুষও মাছ রান্না করে খান। বাঙালি জাতিকে অপমান করা আমার উদ্দেশ্য ছিল না । বাঙালি বলতে, আমি বেআইনি বাংলাদেশী ও রোহিঙ্গাদের বোঝাতে চেয়েছি। তবে আমার কথায় কারও ভাবাবেগে আঘাত লাগলে ক্ষমা চেয়ে নিচ্ছি।’
টুইট করে পরেশ রাওয়াল ক্ষমা প্রার্থনা করলেও শুক্রবার রাতে তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন সিপিএম নেতা সেলিম।

শেয়ার করুন