নিউইয়র্ক     শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তান-ইরান সংঘাত: যুক্তরাষ্ট্র, চীন, ভারত কার পক্ষ নিলো

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪ | ০৩:০৯ পূর্বাহ্ণ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৪ | ০৩:০৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
পাকিস্তান-ইরান সংঘাত: যুক্তরাষ্ট্র, চীন, ভারত কার পক্ষ নিলো

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় ইরান ও পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। আজ বৃহস্পতিবার ইরানে চালানো পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। এর আগে মঙ্গলবার পাকিস্তানে চালানো ইরানের হামলায় নিহত হয় দুই জন। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৮ সালে ইরাক ও ইরানের মধ্যে যুদ্ধের পর এই প্রথমবারের মতো ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল।

দুই দেশের এমন উত্তেজনাকর পরিস্থিতিতে বিভিন্ন দেশ তাদের অবস্থান জানিয়েছে। পাকিস্তানে হামলা চালানোয় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের কড়া সমালোচনা করেছে। ইরান গত ৪৮ ঘণ্টার মধ্যে তিনটি দেশে হামলা চালিয়েছে। সবশেষ তারা পাকিস্তানে হামলা চালায়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেছেন, একদিকে ইরান সন্ত্রাসবাদের মদদ দিচ্ছে, অন্যদিকে তারা সন্ত্রাসবাদ দমনে এসব পদক্ষেপ নেওয়ার দাবি করছে।

পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন এমন পরিস্থিতিতে নিরপেক্ষ অবস্থান নিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সাংবাদিকদের বলেছেন, আমরা দুই পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানাই। উভয় দেশকে চীন এ অঞ্চলে শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে পাকিস্তানের প্রতিবেশী দেশ ভারতও তাদের অবস্থান স্পষ্ট করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এটা পাকিস্তান ও ইরানের ব্যাপার। আমরা বুঝতে পারছি নিজ দেশের প্রতিরক্ষার জন্য দেশগুলো পদক্ষেপ নেয়।

শেয়ার করুন