নিউইয়র্ক     সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পোলিশ সেনাবাহিনীর আধুনিকায়নে মোটা অঙ্কের ঋণ দিচ্ছে যুক্তরাষ্ট্র

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ০১:০২ পূর্বাহ্ণ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ০১:০২ পূর্বাহ্ণ

ফলো করুন-
পোলিশ সেনাবাহিনীর আধুনিকায়নে মোটা অঙ্কের ঋণ দিচ্ছে যুক্তরাষ্ট্র

পোলিশ প্রেসিডেন্টের সঙ্গে বাইডেন, ছবি: ২১ ফেব্রুয়ারি ২০২৩, এপি

সেনাবাহিনী আধুনিকায়নে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য পোল্যান্ডকে ২০০ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর বিবৃতিতে জানিয়েছে, ‘পোল্যান্ড আমাদের খুবই গুরুত্বপূর্ণ মিত্র। সামরিক জোট ন্যাটোর পূর্বপ্রান্তের দেশটির সামগ্রিক নিরাপত্তা জরুরি।’ পোল্যান্ডে থাকা সোভিয়েত সময়কার পুরনো সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ ইউক্রেনে হস্তান্তর করতে চায়। ফলে দেশটি এখন অত্যাধুনিক প্রযুক্তির বিমান ও ট্যাংক কিনতে আগ্রহী দেশটি।

পোল্যান্ডের সঙ্গে রাশিয়ার অন্যতম মিত্র বেলারুশের দীর্ঘ সীমান্ত আছে। যা নিয়ে ন্যাটো ও ইইউ’র মাথাব্যথার কারণ। এমন বাস্তবতায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ‘প্রতিবেশী ইউক্রেনকে সাহায্য করার ক্ষেত্রে পোল্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। দেশটির মাধ্যমে আন্তর্জাতিক সাহায্য কিয়েভে ঢুকছে। ফলে প্রতিরক্ষায় খরচ বাড়াতে হয়েছে তাদের।’

ইউক্রেনে রাশিয়ার আগ্রসনের শুরুর থেকেই কিয়েভকে গোলাবারুদ দিয়ে সহায়তা করে আসছে পোল্যান্ড। এবার নিজেদের সামরিক শক্তি আরও বাড়াতে যুক্তরাষ্ট্রর কাছ থেকে মোটা অঙ্কের ঋণ পাচ্ছে দেশটি। সূত্র: এপি, ডিডব্লিউ

শেয়ার করুন