নিউইয়র্ক     সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে গুলিতে এফআইএ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২ | ১১:১৪ পূর্বাহ্ণ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ | ১১:১৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
পাকিস্তানে গুলিতে এফআইএ কর্মকর্তা নিহত

পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত এলাকায় নির্মাণাধীন একটি বাড়িতে ঢুকে এক তদন্ত কর্মকর্তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ৪৮ বছর বয়সি ওই কর্মকর্তার নাম ইনামুল্লাহ খান। তিনি ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) সহকারী পরিচালক। খবর ডনের।

আরোও পড়ুন।পাকিস্তানের নতুন সেনাপ্রধান মদিনায় কুরআনের হাফেজ হয়েছেন

নিহত ইনামুল্লাহর ভাই ইমরানুল্লাহর জানান, নির্মানাধীন বাড়িটি পরিদর্শন করছিলেন ইনামুল্লাহ এবং তার আত্মীয়রা। এ সময় অতর্কিত হামলা চালায় দুই ব্যক্তি। পুলিশ জানায়, হামলাকারীরা হলেন শরীফুল্লাহ ও আলি বাহাদুর। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সেইসঙ্গে মেডিকেল টেস্ট সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা করেছে।

নিহত তদন্ত কর্মকর্তার ভাই বলেন, তার ভাইয়ের সঙ্গে হামলাকারীদের কোনো বিরোধ ছিল না। তবে তাদের এক আত্মীয়ের সঙ্গে এর আগেও একবার গোলাগুলি হয় হামলাকারীদের।

শেয়ার করুন