নিউইয়র্ক     সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে ‘গণতন্ত্র’ প্রতিষ্ঠায় ৬৬ মার্কিন আইনপ্রণেতার চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৩ | ১১:২৮ অপরাহ্ণ | আপডেট: ১৯ মে ২০২৩ | ১১:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
পাকিস্তানে ‘গণতন্ত্র’ প্রতিষ্ঠায় ৬৬ মার্কিন আইনপ্রণেতার চিঠি

পাকিস্তানে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় মার্কিন আইনপ্রণেতারা চিঠি দেয় অ্যান্টনি ব্লিনকেনকে। ছবি : সংগৃহীত

পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে চিঠি দিয়েছেন কমপক্ষে ৬৬ জন মার্কিন আইনপ্রণেতা। খবর ডনের।

পাকিস্তানভিত্তিক সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত বাইডেন প্রশাসন পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনো পক্ষ নেয়নি। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বারবার বলা হয়েছে, ওয়াশিংটন পাকিস্তানের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিপক্ষে গিয়ে অন্য একটির পক্ষে দাঁড়াবে না।

পাকিস্তানি আমেরিকান পলিটিক্যাল অ্যাকশন কমিটির (পিএকেপিএসি) উদ্যোগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বরাবর এই চিঠি দেয়া হয়। এক চিঠিতে আইনপ্রণেতারা ব্লিঙ্কেনকে লিখেছেন, ‘আমরা পাকিস্তানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করছি। গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি পাকিস্তান সরকারকে চাপ দেয়ার জন্য কূটনৈতিকভাবে প্রচেষ্টা চালানোর অনুরোধ করছি।’

ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান এলিসা স্লটকিন ও রিপাবলিকান কংগ্রেসম্যান ব্রায়ান ফিটজপ্যাট্রিকসহ ৬৬ আইনপ্রণেতার লেখা চিঠিটি ইমরান খান গ্রেপ্তারের পর প্রকাশ পায়। ইমরানকে গ্রেপ্তারের পর পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ হয়। গ্রেপ্তারের পরে সংঘর্ষে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে। চিঠিতে আইনপ্রণেতারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে স্মরণ করিয়ে দেন, পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠায় সহযোগিতা করা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের অংশ।

শেয়ার করুন