নিউইয়র্ক     সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ০২:৪৬ পূর্বাহ্ণ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ০২:৪৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উ. কোরিয়া

আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। আজ সোমবার নিজেদের উপকূলীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র দুটি পরীক্ষা করে দেশটি। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার পরই এমন পরীক্ষা চালাল দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটা জানা যায়। এর আগে উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উনের বোন কিম ইয়ো উন জানান, যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে ‘ফায়ারিং জোন’-এ পরিণত করবে।

জাপানের সমুদ্র উপকূলে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র করার মাত্র দুই দিন পরেই এ পরীক্ষা চালাল দেশটি। রোববার প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পৃথক বিমান মহড়া চালানোর জবাবে এমনটা করেছে পারমাণবিক শক্তিধর দেশটি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলোর একটি ৩৯৫ কিলোমিটার ও অপরটি ৩৩৭ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এ ঘটনায় তাৎক্ষণিক জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠক আহ্বানের অনুরোধ জানিয়েছে জাপান। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়াও।

শেয়ার করুন