নিউইয়র্ক     বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টানা পাঁচ বিশ্বকাপ খেলা ফুটবলারের চিরবিদায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৩ | ০৬:১৯ পূর্বাহ্ণ | আপডেট: ১০ মে ২০২৩ | ০৬:১৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
টানা পাঁচ বিশ্বকাপ খেলা ফুটবলারের চিরবিদায়

ফুটবলে একটানা পাঁচ বিশ্বকাপে খেলা প্রথম ফুটবলার কে? নামটা এখনকার প্রজন্মের অনেকের কাছে অজানা। এতদিন জীবিত থাকলেও এবার নিভে গেল সেই প্রদীপ। ৯৩ বছর বয়সে মারা গেলেন মেক্সিকোর সাবেক গোলরক্ষক আন্তনিও কারবাহাল। যিনি প্রথম ফুটবলার হিসেবে একটানা পাঁচবার বিশ্বকাপে খেলেছেন।

গেল বেশ কিছুদিন ধরেই উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন কারবাহাল। হাসপাতালে ছিলেন সেখান থেকেই পাড়ি জমালেন না ফেরার দেশে। মেক্সিকোর স্থানীয় সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর দেশটির ফুটবল ফেডারেশনও বিষয়টি নিশ্চিত করেছে।

১৯৫০ বিশ্বকাপে কারবাহালের বিশ্বকাপ অভিষেক। ওই আসরে সর্বকনিষ্ঠ ফুটবলার ছিলেন তিনিই। পরবর্তীতে ১৯৬২ বিশ্বকাপে খেলেই প্রথম ফুটবলার হিসেবে গড়েন চারটি বিশ্বকাপে খেলার কীর্তি। পরে ১৯৬৬ বিশ্বকাপেও খেলে রেকর্ড নিয়ে যান তিনি নতুন উচ্চতায়। এক পর্যায়ে তার নামই হয়ে যায় ‘দা ফাইভ কাপস।’

ক্লাব ক্যারিয়ারের পুরোটাই কারবাহাল কাটিয়েছেন নিজ দেশে। তবে শুরুর বছর দুয়েক ছাড়া ক্লাব ক্যারিয়ারের পুরোটা তিনি খেলে যান নিজ শহরের ক্লাব লেয়নে। পরে এই ক্লাবকে কোচিংও করান তিনি। কোচিংয়ে তার ক্যারিয়ার ছিল দুই যুগের বেশি। -সূত্র : ঢাকা পোস্ট

নাছরিন/পরিচয়

শেয়ার করুন