নিউইয়র্ক     শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চিকেন রেজালা

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩ | ১১:৪৭ অপরাহ্ণ | আপডেট: ০৭ মার্চ ২০২৩ | ১১:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
চিকেন রেজালা

রেজালা মানেই ঘন, সাদা গ্রেভিতে মজানো তুলতুলে মাংস। যেমন সুন্দর গন্ধ, তেমনই সুস্বাদু রেজালা। আর বাঙালিরা সব রেসিপিই নিজের মতো করে নিতে অভ্যস্ত।

পকরণ : চিকেন : একটা গোটা (বড় টুকরোয় কাটা)পেঁয়াজ বাটা: ১ কাপআদা, রসুন বাটা: ২ টেবল চামচগোটা কাজু: ১০-১২টা, পোস্ত: ২ টেবল চামচ, দই : ১ কাপ, দারচিনি: ২টো,  ছোট এলাচ : ৪-৫টালবঙ্গ : ৪-৫টাগোটা গোলমরিচ : ৮-১০টাতেজপাতা : ১টাশাহ মরিচ গুঁড়ো : আধ চা চামচধনে গুঁড়ো : ১ টেবল চামচকেওড়া জল : ১ চা চামচনুন ও চিনি : স্বাদ মতোঘি : ২ টেবল চামচ ও ভেজিটেবল অয়েল : ২ টেবল চামচ

্রণালী : কাজু ও পোস্ত মিহি করে বেটে রেখে দিন। একটা বড় বাটিতে চিকেন পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, দই, নুন দিয়ে ম্যারিনেড করে ১ ঘণ্টা রেখে দিন। এক ঘণ্টা পর ননস্টিক প্যানে ঘি ও তেল গরম করে দুটো দারচিনি, ৪-৫টা লবঙ্গ, ৮-১০টা গোলমরিচ ও ১টা তেজপাতা ফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে ম্যারিনেড করা চিকেন দিয়ে চাপা দিয়ে ২০ মিনিট মাঝারি আঁচে রাখুন। ২০ মিনিট পর ঢাকনা তুলে কাজু, পোস্ত বাটা, ধনে গুঁড়ো, শাহ মরিচ গুঁড়ো ও চিনি দিয়ে ভাল করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিন। চাপা দিয়ে আবার মাঝারি আঁচে ২০ মিনিট রাখুন। ২০ মিনিট পর ঢাকনা খুলে আঁচ বাড়িয়ে ফোটাতে থাকুন যতক্ষণ না ঝোল ঘন হচ্ছে। গ্রেভি ঘন হয়ে গেলে কেওড়া জল ছড়িয়ে আঁচ বন্ধ করে চাপা দিয়ে রাখুন। নামিয়ে নিয়ে রুমালি রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

সাথী / পরিচয়

শেয়ার করুন