নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২৩শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

গিনেস বিশ্ব রেকর্ড গড়েও নিজ দেশ ভারতে অবহেলিত দৌড়বিদ সুফিয়া সুফি

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩ | ০৯:৫৮ অপরাহ্ণ | আপডেট: ০৬ মার্চ ২০২৩ | ১০:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
গিনেস বিশ্ব রেকর্ড গড়েও নিজ দেশ ভারতে অবহেলিত দৌড়বিদ সুফিয়া সুফি

গত সপ্তাহে কাতারে এক ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়, টানা ৩০ ঘন্টা ৩৪ মিনিট দৌড়ে প্রথম হন ভারতীয় দৌড়বিদ সুফিয়া সুফি। তিনি গত ১২ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ৬.১৬ মিনিটে দৌড় শুরু করে শুক্রবার দুপুর ১২.৫০ এ দৌড় শেষ করেন। টানা ৩০ ঘন্টা ৩৪ মিনিট দৌড়ে ২০০ কিলো মিটার দুরুত্ব অতিক্রম করেন।

তবে গিনেস বিশ্ব রেকর্ড গড়ে ওয়ার্লডওয়াইড তুলপার করে ফেললেও নিজ দেশ ভারতে কোন কাভারেজই পাচ্ছে না দিল্লির এই মুসলিম দৌড়বিদ সুফিয়া সুফি । এর কারণ হয়ত তার নাম বা ধর্ম।

বিগত বছরগুলোতে খেয়াল করলে দেখা যাবে ভারতীয় প্রশাসন, মিডিয়া, টিভি চ্যানেলগুলো, সেলিব্রিটি সমাজ, ভারতীয় সাধারণ জণগন ক্রিকেটারদের পাশাপাশি অন্যান্য এথলেটদেরও বেশ সম্মান দেয়, ফুটেজ দেয়, কিন্তু এই কৃতি এথলেটের ব্যাপারে ভারতে সবাই নিশ্চুপ। অথচ মধ্যপ্রাচ্যের মিডিয়াগুলোতে এই খবর বেশ গুরুত্ব পাচ্ছে।

ভারতীয় মিডিয়াসমুহের এই রেকর্ড অবহেলা করার কারণ হয়তো তিনি একজন মুসলমান। গাল্ফ নিউজের আপলোড করা এক ভিডিওতে দেখা যায়. এই বিশ্বরেকর্ড গড়ার সাথে সাথে সুফিয়া ভারতের পতাকা গায়ে জড়িয়ে সিজদায় লুটিয়ে পড়ে।

শেয়ার করুন