নিউইয়র্ক     রবিবার, ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

তিন মাসেই ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যালের ক্ষতি ৩৩ কোটি ডলার

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৪ | ০৯:২৫ পূর্বাহ্ণ | আপডেট: ২২ মে ২০২৪ | ০৯:২৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
তিন মাসেই ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যালের ক্ষতি ৩৩ কোটি ডলার

টুইটার থেকে বিতাড়িত হওয়ার পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল নিয়ে আসেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ব্যবসায় এখনো বিশেষ সুবিধা করে উঠতে পারছেন না। প্রতিষ্ঠার পর থেকেই ট্রুথ সোশ্যাল লোকসানে আছে। বছরের প্রথম প্রান্তিকেও বড় অঙ্কের লোকসান হয়েছে এই কোম্পানির।

দ্য গার্ডিয়ানের সংবাদে বলা হয়েছে, বছরের প্রথম প্রান্তিক, অর্থাৎ জানুয়ারি-মার্চ সময়ে ট্রুথ সোশ্যালের লোকসান হয়েছে প্রায় ৩৩ কোটি ডলার।

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল তালিকাভুক্ত হওয়ার পর এই প্রথম আর্থিক প্রতিবেদন প্রকাশ করল। প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাসে শেষ হওয়া প্রান্তিকে ৩২ কোটি ৭৬ লাখ ডলার লোকসান হয়েছে কোম্পানিটির।

বছরের প্রথম প্রান্তিকে ট্রুথ সোশ্যাল ৭ লাখ ৭০ হাজার ডলার রাজস্ব আয় করেছে। গত বছরের একই সময়ে তাদের রাজস্ব আয় হয়েছিল ১১ লাখ ডলার। অর্থাৎ এই সময়ে রাজস্ব আয় কমেছে। যদিও কোম্পানিটি বলেছে, এক বিজ্ঞাপনী অংশীদারের সঙ্গে রাজস্ব ভাগাভাগিতে কাঠামোগত পরিবর্তন আসার কারণে এই পরিবর্তন হয়েছে। এ ছাড়া চলতি বছরের প্রথম প্রান্তিকে ট্রুথ সোশ্যালকে একীভূতকরণের ব্যয় নির্বাহ করতে হয়েছে; সে কারণেও ক্ষতির পরিমাণ বেড়েছে।

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠানো এক চিঠিতে ট্রুথ সোশ্যাল আরও বলেছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির পরিচালন ক্ষতি হয়েছে ১ কোটি ২১ লাখ ডলার। ২০২৩ সালের একই প্রান্তিকে যা ছিল ৩৬ লাখ ডলার।

সম্প্রতি ডিজিটাল ওয়ার্ল্ড নামের একটি কোম্পানির সঙ্গে একত্র হয়েছে ট্রুথ সোশ্যাল। এ কারণে শেয়ারবাজারে কোম্পানিটি নিয়ে কিছুটা আশাবাদ তৈরি হয়েছিল। প্রতিবেদনে বলা হচ্ছে, গত প্রান্তিকের লোকসানের আরেকটি কারণ হলো, একীভূতকরণ–সম্পর্কিত ব্যয়। যে ৩৩ কোটি ডলার ক্ষতি হয়েছে, তার মধ্যে একীভূতকরণ–সংক্রান্ত ৩১ কোটি ১০ লাখ ডলারের একটি নগদ–বহির্ভূত ব্যয় অন্তর্ভুক্ত।

ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল ২০২২ সালে বাজারে আসে। ২০২১ সালের অক্টোবর মাসে তিনি এই সামাজিক যোগাযোগমাধ্যম চালুর ঘোষণা দিয়ে বলেছিলেন, এটি টুইটার ও ফেসবুকের মতো বড় প্রযুক্তি কোম্পানির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। কিন্তু ২০২২ সালে ট্রুথ সোশ্যাল পাঁচ কোটি ডলার লোকসান করেছিল এবং সেই ধারা অব্যাহত আছে।

২০২৩ সালে ট্রুথ সোশ্যালের ক্ষতি হয়েছে ৫ কোটি ৮০ লাখ ডলারের বেশি। এ খবর জানাজানির পর এক দিনেই কোম্পানিটির শেয়ারের দাম ২১ শতাংশ কমে যায়।

শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এবং প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের মনোনায়ন পাওয়ার আশাবাদ শক্তিশালী হওয়ার জেরে শুরুতে ট্রুথ সোশ্যালের শেয়ারের দাম অনেকটা বেড়েছিল। কোম্পানিটি মার্চ মাসে নাসডাকে লেনদেন শুরু করে এবং ওই মাসের শেষের দিকে তাদের শেয়ারদর ছিল ৮০ ডলারের কাছাকাছি। প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এখন শেয়ারের দাম ৪৮ ডলার ৭৪ সেন্ট।

ট্রাম্প মিডিয়া জানিয়েছে, ভবিষ্যৎ ব্যবসায় অর্থায়নের জন্য কোম্পানির কাছে পর্যাপ্ত নগদ অর্থ রয়েছে। মার্চের শেষ দিকে তাদের কাছে নগদ ছিল ২৭ কোটি ৪০ লাখ ডলার। সূত্র: প্রথম আলো।

শেয়ার করুন