নিউইয়র্ক     মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩ | ০২:০৩ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ | ০২:০৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন মাশরাফি

মাশরাফি বিন মুর্তজা। ছবি : সংগৃহীত

ক্রিকেটের আইনকানুনের অভিভাবক সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক আজীবন সদস্যপদ পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তার আগে ২০০৩ সালে এই সম্মানে ভূষিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।

আজ বুধবার (৫ এপ্রিল) এমসিসির এক বিবৃতিতে ৮টি টেস্ট খেলুড়ে দেশের মোট ১৭ জন নারী ও পুরুষ ক্রিকেটারকে এবার আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে। এছাড়া ক্রিকেটে অবদান রাখার জন্য নন প্লেয়িং ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন আরও দুইজন।

এমসিসির তালিকায় আছেন- ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটার মেরিসা আগুইলেইরা (২০০৮-১৯), ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (২০০৪-১৯), ঝুলন গোস্বামী (২০০২-২২), ইংল্যান্ডের জেনি গান (২০০৪-১৯), পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ (২০০৩-২১), অস্ট্রেলিয়ার র‍্যাচেল হেইন্স (২০০৯-২২), ইংল্যান্ডের লরা মার্শ (২০০৬-১৯), সাবেক ইংলিশ অধিনায়ক এউইন মরগান (২০০৬-২২), বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা (২০০১-২০১৯), সাবেক ইংলিশ ব্যাটার কেভিন পিটারসেন (২০০৫-১৪), ভারতের সাবেক অলরাউন্ডার সুরেশ রায়না (২০০৫-১৮), ভারতের নারী ক্রিকেটার মিতালি রাজ (১৯৯৯-২২), নিউজিল্যান্ডের অ্যামি সাটারওয়েট (২০০৭-২২), ইংল্যান্ডের অ্যানিয়া স্রাবসোল (২০০৮-২২), সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং (২০০০-১৭), দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন (২০০৪-২০), নিউজিল্যান্ড ব্যাটার রস টেইলর (২০০৬-২২)। সূত্র :  সাম্প্রতিক দেশকাল

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন