নিউইয়র্ক     শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আম মুরগি কষা

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৩ | ১১:০৯ অপরাহ্ণ | আপডেট: ০৪ জুন ২০২৩ | ১১:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
আম মুরগি কষা

যা যা লাগবে : মাংস ১ কেজি, কাঁচা আম ১টি, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, গরম মসলা পরিমাণমতো, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া দেড় চা-চামচ, জিরার গুঁড়া আধা চা-চামচ, সয়াবিন তেল ১/৪ কাপ ও লবণ ১ চা-চামচ।

যেভাবে তৈরি করবেন : কড়াইয়ে তেল দিয়ে গরম মসলা দিতে হবে। একটু নেড়ে পেঁয়াজ দিয়ে হালকা বাদামি রঙ হলে সব মসলা দিতে হবে। কষানো হলে মুরগি ও পানি দিয়ে রান্না করে নিতে হবে। মুরগির ঝোল শুকিয়ে এলে নামানোর আগে কেটে রাখা আম দিন। কিছুক্ষণ নেড়ে তেল ওপরে উঠে এলে নামিয়ে পরিবেশন করুন।

সুইটি/পরিচয়

শেয়ার করুন