নিউইয়র্ক     রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমি গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রে বিপর্যয় সৃষ্টি হবে : ট্রাম্প

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩ | ০১:৫৮ পূর্বাহ্ণ | আপডেট: ২৭ মার্চ ২০২৩ | ০১:২৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
আমি গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রে বিপর্যয় সৃষ্টি হবে : ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস যদি তাকে অভিযুক্ত করে তা হলে তার পরিণতি হবে বিপর্যয়কর। তিনি যুক্তরাষ্ট্রে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চালানোর হুমকিও দেন।

ট্রাম্প বলেন, পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে অবৈধ অর্থ লেনদেনের মামলায় যদি তাকে অভিযুক্ত ও আটক করা হয় তা হলে তা মৃত্যু ও ধ্বংসযজ্ঞ ডেকে আনবে। ট্রাম্প বলেন, যখন সবাই জানে যে, কোনো অপরাধ হয়নি, তখন একজন সাবেক প্রেসিডেন্টকে অপরাধের দায়ে কোন ধরনের ব্যক্তি অভিযুক্ত করতে পারেন? ডোনাল্ড ট্রাম্প তার নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।

গত সপ্তাহে ট্রাম্প গ্রেফতারের আশঙ্কা করেছিলেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন তার মুখ বন্ধ করার জন্য। এই বিষয়টি পরে প্রকাশ হয়ে পড়ে এবং নির্বাচনের আগে এভাবে ঘুষ দিয়ে অপরাধী তার বিরুদ্ধে তদন্ত এবং সাক্ষ্য গ্রহণ চলছে। —রয়টার্স

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন