নিউইয়র্ক     শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

দোষ কোহলিরই ছিল, বিতর্ক আবার উসকে দিলেন আফগান পেসার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৩ | ১২:২১ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ জুন ২০২৩ | ১২:২১ পূর্বাহ্ণ

ফলো করুন-
দোষ কোহলিরই ছিল, বিতর্ক আবার উসকে দিলেন আফগান পেসার

আইপিএলে লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্সের ম্যাচে বিবাদে জড়িয়ে পড়েন বিরাট কোহলি ও আফগানিস্তানের নবীন উল হক। এতে শেষ পর্যন্ত জড়ান গৌতম গম্ভীরও। নবীনের অভিযোগ, সব দোষ কোহলির ছিল।

এক সাক্ষাৎকারে নবীন বলেন, ম্যাচের সময় কোহলির ওই কথাগুলো বলা উচিত হয়নি। আমি কোনো লড়াই শুরু করিনি। ম্যাচ শেষে হাত মেলানোর সময় কোহলি শুরু করেছিল। কার কত জরিমানা হয়েছিল দেখলেই বোঝা যাবে কে কাজটা শুরু করেছিল। আমি সাধারণত কাউকে কটূক্তি করি না। করলেও শুধু বল করার সময় ব্যাটারদের করি। ওই ম্যাচে আমি একটা কথাও বলিনি। ওই সময় যে ক্রিকেটারেরা সামনে ছিল, তারা জানে কী হয়েছিল।

ওই ম্যাচের একটি ভিডিওতে দেখা যায় বিরাট নিজের জুতা দেখাচ্ছেন। তার কিছুক্ষণ আগেই নবীন উল হকের সঙ্গে ঝগড়া হয় বিরাটের। বিরাট কি নবীনকেই জুতা দেখিয়েছিলেন? তার উত্তর মেলেনি। তবে বিরাটকে আটকাতে এগিয়ে আসেন আম্পায়ার এবং লখনউয়ের অমিত মিশ্র। তারা শান্ত করেন বিরাটকে। পরে ফিল্ডিং করতে চলে যান তিনি। সূত্র : ঢাকা পোস্ট

এসএ/এমএএস/এমইউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন