নিউইয়র্ক     বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সাহরির জন্য পটল দিয়ে ইলিশ রান্নার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩ | ০১:০৭ পূর্বাহ্ণ | আপডেট: ১১ এপ্রিল ২০২৩ | ০১:০৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
সাহরির জন্য পটল দিয়ে ইলিশ রান্নার রেসিপি

সাহরির জন্য হালকা মসলার খাবার বেশি স্বাস্থ্যকর। এসময় ভারী খাবার খেলে হজমে সমস্যা হতে পারে। তাই চেষ্টা করুন অল্প মসলায় তৈরি করা খাবার খেতে। সাহরিতে গরম ভাতের সঙ্গে পটল দিয়ে ইলিশের ঝোল হলে খেতে ভালোলাগবে। এটি খুব সহজ রান্না। অল্প সময়েই তৈরি করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

ইলিশ মাছ- ৪ পিস

পটল- আধা কেজি

আলু- ২-৩টি

পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ

হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া- ১ চা চামচ করে

আদা ও রসুন বাটা- ১ চা চামচ

সয়াবিন তেল- ৪ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

কাঁচা মরিচ- ৫-৬টি।

যেভাবে তৈরি করবেন

আলু ও পটল খোসা ফেলে লম্বা করে কেটে নিন। ইলিশ মাছের পিসগুলো ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে কষিয়ে নিন। এরপর আলু ও পটল কষিয়ে পরিমাণমতো পানি দিন। ফুটে উঠলে কাঁচা ইলিশ দিয়ে ঢাকনা দিয়ে রান্না করুন পাঁচ মিনিট। শেষে কাঁচা মরিচ দিয়ে নেড়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। সূত্র :  ঢাকা পোস্ট

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন