নিউইয়র্ক     সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ চার মন্ত্রণালয়ের দায়িত্বে অশ্বেতাঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২ | ০৫:৪২ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ | ০৫:৪২ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ চার মন্ত্রণালয়ের দায়িত্বে অশ্বেতাঙ্গ

যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবার মন্ত্রিসভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ চার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন অশ্বেতাঙ্গরা। নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের মন্ত্রিসভায় এমন রেকর্ড তৈরি হলো। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ক্ষমতা গ্রহণের পরপরই যুক্তরাজ্যের নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন ট্রাস। আর এতে অর্থমন্ত্রী করা হয়েছে কয়াসি কয়ার্টেংকে। কয়ার্টেং দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ অর্থমন্ত্রী। ১৯৬০ সালের দিকে ঘানা থেকে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন তাঁর বাবা-মা।

এদিন প্রথম অশ্বেতাঙ্গ পররাষ্ট্রমন্ত্রীও পেয়েছে যুক্তরাজ্য। গুরুত্বপূর্ণ এই পদে জেমস ক্লেভারলিকে নিয়োগ দিয়েছেন ট্রাস। ক্লেভারলির মা সিয়েরা লিওন বংশোদ্ভূত একজন কৃষ্ণাঙ্গ আর বাবা শ্বেতাঙ্গ। যুক্তরাজ্যের নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে সুয়েলা ব্র্যাভারম্যানকে। তাঁর বাবা-মা ছয় দশক আগে কেনিয়া ও মরিশাস থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান। স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা এখন থেকে দেশটির পুলিশ ও অভিবাসনসংক্রান্ত দায়িত্ব সামলাবেন।

আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হয়েছে নাইজেরীয় বংশোদ্ভূত কেমি বেডনোচকে। কেমি প্রথম কৃষ্ণাঙ্গ নারী, যিনি দেশটির বাণিজ্যমন্ত্রীর পদ সামলাবেন। গত সোমবার (৫ সেপ্টেম্বর) সাবেক অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে হারিয়ে দলের নেতা হন লিজ ট্রাস। এর পরদিন মঙ্গলবার স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করেন ট্রাস। এ সময় দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ট্রাসকে নতুন সরকার গঠনের অনুমোদন দেন রানি। আর ট্রাস প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন।
পরিচয়/এমউএ

শেয়ার করুন