নিউইয়র্ক     বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসির ভবিষ্যৎ কী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩ | ০৬:০৮ পূর্বাহ্ণ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ | ০৬:০৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
মেসির ভবিষ্যৎ কী

লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় পিএসজি। নিজেদের ইতিহাসের সেরা তারকাকে ফেরাতে চায় বার্সেলোনা। অ্যারাবিয়ান ক্লাব আল হিলাল টাকার বস্তা নিয়ে ছুটছে আর্জেন্টাইন সুপারস্টারের পেছনে। মেসির ভবিষ্যত আসলে কী? ক’দিন আগে খবর রটে, প্যারিসেই থিতু হবেন আর্জেন্টিনা অধিনায়ক। তবে নতুন খবর দিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কা, পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে চান না মেসি।

আগামী ৩০ জুন লিওনেল মেসির সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে পিএসজির। তার আগেই মেসিকে নতুন প্রস্তাব দেয়ার পরিকল্পনার কথা জানায় লা প্যারিসিয়ানরা। ইউরোপিয়ান গণমাধ্যমগুলো জানায়, মেসিও পিএসজিতে থাকার আগ্রহ প্রকাশ করেন। তবে মার্কা জানিয়েছে, বার্সেলোনায় ফিরতে চলেছেন মেসি। ঘরের ছেলেকে ঘরে ফেরাতে চায় কাতালানরা। স্প্যানিশ দৈনিকটির প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ জয়ের পর পিএসজির হয়ে টাইটেল কিংবা চ্যাম্পিয়নস লীগ জেতার আগ্রহ হারিয়ে ফেলেছেন মেসি।

বার্সেলোনার প্রধান লক্ষ্য এখন মেসিকে পুনরায় সই করানো। মেসি বার্সেলোনায় যোগ দিতে চাইলে লা লিগার বেতন কাঠামোর সঙ্গে খাপ খাওয়াতে নিজের পারিশ্রমিকের বড় একটা অংশ ছেড়ে দিতে হবে তাকে। মার্কার জানিয়েছে, মেসিকে ভেড়ানোর চেষ্টা করছে ইন্টার মায়ামি, নিউওয়েলস ওল্ড বয়েজ এবং আল হিলাল এফসিও।

স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভোর খবর, মেসিকে ভেড়ানোর জন্য বার্ষিক ৩০০ মিলিয়ন ডলার প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ফুটবল ক্লাব আল হিলাল। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ হাজার কোটি টাকা। ইতোমধ্যেই সৌদি প্রো লীগে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসর এফসি ২১০ মিলিয়ন ডলারের বিনিময়ে পর্তুগিজ সুপারস্টারকে দলে টানে। মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়, রোনালদোকে ভেড়ানোর পর সৌদি আরবের নজর এবার মেসির ওপর। বিশ্ব ফুটবলে সৌদির নাম উঁচিয়ে ধরতেই এই প্রচেষ্টা। ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে রোনালদো-মেসিদের মতো তারকাদের ব্যবহার করতে চায় সৌদি আরব। সূত্র : সাম্প্রতিক দেশকাল

শেয়ার করুন