নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসির জন্য পরিবর্তন করা হবে মাঠের ঘাস !

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৩ | ০৩:২৫ পূর্বাহ্ণ | আপডেট: ২০ জুলাই ২০২৩ | ০৩:২৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
মেসির জন্য পরিবর্তন করা হবে মাঠের ঘাস !

মেজর লিগের বেশিরভাগ ক্লাবের মাঠের ঘাসই কৃত্রিম। এই তালিকায় আছে সেটেল সাউন্ডার্স, পোর্টল্যান্ড টিম্বার্স, আটলান্টা ইউনাইটেড এবং চার্লট এফসির মতো ক্লাবগুলো। চলতি মৌসুমের শেষ দিকে মেসির ক্লাব ইন্টার মায়ামির বিপক্ষে আটলান্টা ও চার্লটের খেলা হবে। তবে মেসি তার ক্যারিয়ারে বেশির ভাগ সময়ই খেলেছেন প্রাকৃতিক ঘাসের মাঠে। যে কারণে কৃত্রিম ঘাসে খেলতে গিয়ে তার চোটে পড়ার শঙ্কা আছে। ফলে মাঠগুলোর ঘাসে পরিবর্তন আনার কথা ভাবছে লিগ কতৃপক্ষ।

সাম্প্রতিক সময়ে এমএলএসে কৃত্রিম ঘাসে খেলতে গিয়ে একাধিক চোটে পড়ার ঘটনা ঘটেছে। কৃত্রিম ঘাসের মাঠে খেলতে গিয়ে চোটে পড়াদের মধ্যে আছেন মার্ক ডেলগাডো এবং মাইলস রবিনসনও। প্রথমজন আটলান্টায় এবং পরেরজন ভ্যাঙ্কুভারে খেলতে গিয়ে চোটে পড়েছেন। এমএলএসের লিগ কমিশনার ডন গারবারের বিশ্বাস, মেসিকে চোট থেকে বাঁচানোর জন্য যথাযথ কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। যেখানে একটি সমাধান হিসেবে ভাবা হচ্ছে ঘাসের আরেকটি অস্থায়ী স্তর যুক্ত করাকে।

ক্রীড়াভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিককে গারবার বলেছেন, ‘এমএলএস অনেক আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে। আমরা সেসব মাঠে প্রাকৃতিক ঘাস আনতে সক্ষম হয়েছিলাম। কিন্তু আমরা কখনোই সাধারণ মৌসুম চলাকালে এটা করিনি। আমার প্রত্যাশা, তারা যা করা প্রয়োজন, তা করবে। যদিও সবকিছু ঠিকঠাক করতে অনেক কাজ সম্পন্ন করতে হবে।’

আগে যেসব তারকা ফুটবলার এমএলএসে খেলতে এসেছেন, তারা কোনো সমস্যায় পড়েননি উল্লেখ করে গারবার বলেছেন, ‘অনেক আন্তর্জাতিক তারকা মেজর লিগ সকারে খেলতে এসেছে। কৃত্রিম ঘাসে খেলা নিয়ে তারা হয় কৌতূহলী ছিল কিংবা উদ্বিগ্ন ছিল। কিন্তু এরপর আপনি দেখবেন, অনেক বিশ্বসেরা খেলোয়াড় কৃত্রিম ঘাসের মাঠে খেলেছে। যেখানে থিয়েরি অঁরি এবং কাকার মতো সেরা খেলোয়াড়রাও আছে।’ সূত্র : ঢাকা পোষ্ট

শেয়ার করুন