নিউইয়র্ক     রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মধ্যপ্রদেশে সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতন, গ্রেফতার ৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩ | ১২:৪৪ পূর্বাহ্ণ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৩ | ১২:৪৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
মধ্যপ্রদেশে সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতন, গ্রেফতার ৬

ভারতের মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদে এক সাংবাদিককে গাছে বেঁধে মারধর করা হয়েছে। শুধু তাই নয় ওই ঘটনার ভিডিও করেছে অভিযুক্তরা। এ ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। খবর আনন্দ বাজার পত্রিকা’র।

২৫ জানুয়ারি এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই সাংবাদিকের নাম প্রকাশ যাদব। তিনি একটি টিভি চ্যানেল এবং অনলাইন সংবাদমাধ্যমে কাজ করেন। কয়েক সপ্তাহ আগে অভিযুক্তদের সাথে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে তাকে গাছে বেঁধে চড় মারেন অভিযুক্তরা।

পুলিশের কাছে প্রকাশ যাদব অভিযোগ করেন, ২৫ জানুয়ারি মানাগাঁওতে কয়েকটি কাজের জন্য গিয়েছিলেন তিনি। কাজ শেষে কোটগাঁওয়ে নিজের গ্রামে ফিরছিলেন। পথে নারায়ণ যাদব নামে এক ব্যক্তি তাকে আটকান। এরপর ফের কথাকাটাকাটি শুরু করেন।

শেয়ার করুন