নিউইয়র্ক     রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতারণা মামলায় ভোরের পাতার সম্পাদক গ্রেপ্তার

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২২ | ০৩:২৪ পূর্বাহ্ণ | আপডেট: ০২ নভেম্বর ২০২২ | ০৩:২৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
প্রতারণা মামলায় ভোরের পাতার সম্পাদক গ্রেপ্তার

জালিয়াতি ও প্রতারণা মামলায় দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক কাজী এরতেজা হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)। কাজী এরতেজা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পিবিআই সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু ইউসুফ।

গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় পিবিআই জানিয়েছে, চলতি বছরের গত ১০ জানুয়ারি রাজধানীর খিলক্ষেত থানায় আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের ভাই বাদী হয়ে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন। এ মামলার এজাহারনামীয় অন্যান্য আসামিরা হলো আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সি।

অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু ইউসুফ বলেন, মামলার তদন্তে ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টতা পাওয়ায় কাজী এরতেজাকে গুলশান-২ অফিস থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পিবিআিইয়ের একটি দল। সূত্র : বাংলাদেশ জার্নাল

শেয়ার করুন