নিউইয়র্ক     শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পরীমনির মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২২ | ১০:০০ পূর্বাহ্ণ | আপডেট: ১০ আগস্ট ২০২২ | ১০:১৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
পরীমনির মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি

চিত্রনায়িকা পরীমনির দায়ের করা মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ তিন জনের বিরুদ্ধে প্রথম দিনেই সাক্ষ্যগ্রহণ হয়নি।

সোমবার (১ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালতে মামলাটি বাদীর সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন প্রেগনেন্সিজনিত কারণে পরীমনি আদালতে হাজির হতে পারেননি। বিষয়টি জানিয়ে পরীমনির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) সাক্ষ্যগ্রহণ পেছাতে সময় আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ২৯ নভেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) এ তথ্য জানান।

এর আগে গত ১৮ মে পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। অপর আসামি হলেন-শহিদুল আলম।
উল্লেখ্য, গত বছর ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমনি। গত ৬ সেপ্টেম্বর নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলমকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

শেয়ার করুন