নিউইয়র্ক     রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘নাশকতামূলক তৎপরতার’ বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে মস্কো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩ | ০১:১২ পূর্বাহ্ণ | আপডেট: ২০ এপ্রিল ২০২৩ | ০১:১২ পূর্বাহ্ণ

ফলো করুন-
‘নাশকতামূলক তৎপরতার’ বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে মস্কো

- ছবি : সংগৃহীত

রাশিয়া মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে সতর্ক করে দিয়ে বলেছে, রাশিয়ায় ‘বিরোধ উস্কে দেয়ার’ প্রচেষ্টা ওয়াশিংটনকে বন্ধ করতে হবে। মস্কোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই কথা বলা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে জোর দিয়ে বলা হয় যে ‘রাশিয়ার সমাজে বিভেদ ও শত্রুতা উস্কে দেয়ার লক্ষে আমেরিকার পক্ষের যেকোনো পদক্ষেপ, সেইসাথে কূটনৈতিক মিশনকে নাশকতামূলক কাজ ধামাচাপা দেয়ার লক্ষে ব্যবহার করাকে কঠোরভাবে দমন করা হবে।’

বিবৃতিতে আরো বলা হয়, রাশিয়ার বিরোধী দলীয় রাজনীতিবিদ ভ্লাদিমির কারা-মুর্জাকে ‘সমর্থন করে উস্কানিমূলক বক্তব্য দেয়ার’ বিষয়ে ট্রেসিকে ডেকে পাঠানো হয়েছিল। সূত্র : এএফপি

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন