নিউইয়র্ক     বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্রুত উইকেট পতনে দিশেহারা আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩ | ০৯:৫৪ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ জুলাই ২০২৩ | ০১:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
দ্রুত উইকেট পতনে দিশেহারা আফগানিস্তান

নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে একের পর এক উইকেট তুলে নিচ্ছে বাংলাদেশ । ছবি: সংগৃহীত

সিলেটে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। তবে শুরুতেই ধুকছে আফগানিস্তান। প্রথম ৭ ওভারে নেই ৪ উইকেট। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে প্রথম উইকেট হারিয়েছে আফগানিস্তান। প্রথম আঘাত নাসুমের। এরপর আফগান শিবিরে আঘাত আনে তাসকিন ও শরীফুল। এবং সবশেষ আঘাত সাকিবের।

প্রথম ফিরলেন হজরতউল্লাহ জাজাই। পাওয়ার প্লের ভেতরেই আফগানিস্তানের দুই ওপেনারকে ফেরাল বাংলাদেশ। নাসুমের পর তাসকিনের আঘাত। চতুর্থ ওভারে তাসকিনের লেগ স্টাম্পের ওপর করা স্লোয়ার ডেলিভারি অন সাইডে বড় শটের চেষ্টা করেন রহমানউল্লাহ গুরবাজ। কিন্তু গতি কম থাকায় যতটা দূরে পাঠাতে চেয়েছিলেন সেটা পারেননি তিনি। ডিপ স্কয়ার লেগে ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ।

এরপর পঞ্চম ওভারে প্রথমবার বল হাতে নিয়েই উইকেট শিকারে যোগ দিলেন শরিফুল ইসলাম। চতুর্থ বলে কট বিহাইন্ড হলেন ইব্রাহিম জাদরান। দারুণ বোলিংয়ে পাওয়ার প্লের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে বাংলাদেশ। টপ-অর্ডারের তিন ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ৪০ রান করতে পেরেছে আফগানিস্তান।

নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে একের পর এক উইকেট তুলে নিচ্ছে বাংলাদেশ। পঞ্চাশ পেরোনোর পরপরই চতুর্থ উইকেট হারিয়েছে আফগানরা। অষ্টম ওভারে প্রথমবার আক্রমণে এসেই সাফল্যের দেখা পেলেন সাকিব আল হাসান। গতি কমিয়ে ঝুলিয়ে দেওয়া ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে অন সাইডে খেলার চেষ্টা করেন করিম জানাত।

কিন্তু ঠিকঠাক শট করতে পারেননি। ব‍্যাটের কানায় লেগে হাওয়ায় ভেসে বল উঠে যায় মিড অফের দিকে। লং অন থেকে দৌড়ে এসে দারুণ ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। এর আগে শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক সাকিব আল হাসান। সিলেটে বৃষ্টির কথা মাথায় রেখেই আগে ফিল্ডিং নিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানে দলীয় সংগ্রহ ৮ ওভারে ৫৩ রান। উইকেট হারিয়েছে ৪ টি। ব্যাটিং করছেন মোহাম্মাদ নবী ও নাজিবুল্লাহ। টি-টোয়েন্টিতে বাংলাদেশ-আফগানিস্তানে মুখোমুখি পরিসংখ্যানে আফগানরাই এগিয়ে। দুই দলের ৯ দেখায় ৬টিতেই জিতেছে আফগানরা। বাকি ৩ ম্যাচে জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ: লিটন কুমার দাস, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ মালিক, আজমতউল্লাহ ওমরজাই ও ফজলহক ফারুকী। সূত্র : বাংলাদেশ জার্নাল

শেয়ার করুন