নিউইয়র্ক     শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

জুনে বাংলাদেশে আসছে বিশ্বকাপজয়ী মেসির আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩ | ১১:০০ অপরাহ্ণ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ | ১১:০০ অপরাহ্ণ

ফলো করুন-
জুনে বাংলাদেশে আসছে বিশ্বকাপজয়ী মেসির আর্জেন্টিনা

অবশেষে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলকে ঢাকায় আনার উদ্যোগ সাফল্যের মুখ দেখতে শুরু করছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে ঢাকায় পা রাখবে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন গণমাধ্যমকে বলেছেন, চলতি বছরের জুন মাসেই মেসি বাহিনী ঢাকায় আসবে। মেসিদের ঢাকায় আনতে দুই ফেডারেশনের আলোচনা এখন পর্যন্ত সফল।

কাজী সালাউদ্দিন জানিয়েছেন, আর্জেন্টিনা দল ঢাকায় আসতে রাজি হয়েছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে প্রীতি ম্যাচ। তবে প্রতিপক্ষ কারা হবে সেটা এখনো ঠিক হয়নি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তাদের কোচ লিওনেল স্কালোনির পরামর্শে কয়েকটি দলের নাম জানাবে। সেখান থেকে একটি দল বাছাই করা হবে।

আর্জেন্টিনা দলের আগমন উপলক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার করতে আজ মঙ্গলবারই জাতীয় ক্রীড়া পরিষদকে জরুরি চিঠি দিয়েছে বাফুফে। কারণ ঢাকার এই স্টেডিয়ামের অবস্থা করুণ।

আগামী জুন ২০২৩ ফিফা উইন্ডোতে বর্তমান ফিফা বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বাংলাদেশ আগমনের বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে আগামীকাল বুধবার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটায় এক প্রেস ব্রিফিং বাফুফে ভবনের ৩য় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এর আগে ২০১১ সালে ঢাকায় এসেছিল আর্জেন্টিনা দল। এসেছিলেন তখনকার তরুণ মহাতারকা লিওনেল মেসি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল। সূত্র : বাংলাদেশ জার্নাল

শেয়ার করুন