নিউইয়র্ক     বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

জামিন পেয়ে যাদেরকে স্মরণ করলেন মাহি

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৩ | ০২:৪৪ পূর্বাহ্ণ | আপডেট: ২০ মার্চ ২০২৩ | ০২:৪৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
জামিন পেয়ে যাদেরকে স্মরণ করলেন মাহি

মাহিয়া মাহি

রাতে মামলা, পরদিন দুপুরে গ্রেফতার ও কারাগারে প্রেরণ, বিকালে জামিন; চিত্রনায়িকা মাহিয়া মাহির শনিবারের (১৮ মার্চ) ডায়েরি এটা। ওমরাহ শেষে এদিন সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি। এয়ারপোর্টে নামতেই তাকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এরপর আদালতের নির্দেশে তাকে পাঠানো হয় জেলা কারাগারে। তবে বিকাল ৪টায় তাকে জামিন দেওয়া হয়। জামিনের পর মুক্ত বিহঙ্গের মতো ঘরে ফিরেছেন মাহিয়া মাহি। তবে চুপ করে থাকলেন না। দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের স্মরণ করলেন আপ্লুত মনে। কারাগার থেকে বাসায় যাওয়ার পথে গাড়িতে বসেই তিনি ফেসবুক লাইভে আসেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো পড়ুন । শিক্ষা ক্ষেত্রে সাবিলার বড় অর্জন, নেটিজেনের খোঁচা, অতঃপর…

মাহির মতে, বিপদের এই দিনে তাকে ‘মায়ের মতো স্নেহ দিয়ে আগলে রেখেছেন’ প্রধানমন্ত্রী। এমনকি তার নির্দেশেই ন্যায়বিচার পেয়েছেন বলে জানান মাহি। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান নায়িকা। এরপর শনিবার (১৮ মার্চ) মধ্যরাতে তিনি স্মরণ করলেন সহকর্মী ও সাংবাদিকদের; যারা তার পক্ষে আওয়াজ তুলেছিলেন। সোশাল হ্যান্ডেলে মাহি লিখেছেন, ‘ওরে আমার পরী, ওরে আমার জয়া আপা, তমা মির্জা, রাজ রিপা, জাহারা মিতু, রোমানা নীড় আর বিশেষ করে আমার সাংবাদিক ভাইয়েরা; আমার কলিজা তোমরা, আমার শক্তি তোমরা।’

বর্তমানে মাহি ৯ মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় তাকে গ্রেফতার করে কারাগারে নিয়ে যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন শোবিজ অঙ্গনের মানুষেরা। এই তালিকায় আছেন জয়া আহসান, শিহাব শাহীন, রেদওয়ান রনি, পরীমণি, আশফাক নিপুণ, জাহারা মিতু, তমা মির্জাসহ অনেকে। তাই জামিন পেয়েই তাদের স্মরণ করলেন মাহি। উল্লেখ্য, মাহিকে গ্রেফতার করা হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের দায়ের করা মামলায়। গত শুক্রবার (১৭ মার্চ) সৌদি থেকে ফেসবুক লাইভে এসে মাহি অভিযোগ তোলেন, গাজীপুরে তার স্বামীর গাড়ির শোরুমে ভাঙচুর চালানো হয়েছে। ওই ঘটনায় পুলিশের সংশ্লিষ্টতা এবং ‘ঘুষ’ নেওয়ার অভিযোগও করেন তিনি। এ কারণেই মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে মামলা করে পুলিশ। সুত্র : বাংলা ট্রিবিউন

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন