নিউইয়র্ক     বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

জানা গেলো পর্তুগালে রোনালদোর ভবিষ্যৎ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩ | ০৩:৫২ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ মার্চ ২০২৩ | ০৩:৫২ পূর্বাহ্ণ

ফলো করুন-
জানা গেলো পর্তুগালে রোনালদোর ভবিষ্যৎ

কাতারে বিশ্বকাপ চলার মাঝে ফার্নান্দো সান্তোসের উপেক্ষা-অবহেলা, তারপর মরক্কোর কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায়ে কেঁদেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের আগেভাগে বিদায়ের পর টানেল দিয়ে ড্রেসিংরুমে ফেরার সময় অশ্রুবর্ষণ হচ্ছিল। অনেকেই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু নতুন কোচ রবার্তো মার্তিনেজ জানিয়ে দিলেন, সিআরসেভেনের পর্তুগাল ক্যারিয়ার এখনও শেষ হয়নি।কথার কথা বলেননি বেলজিয়ামের সাবেক কোচ। ইউরো ২০২৪ কোয়ালিফায়ারের জন্য রোনালদোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্য অ্যাথলেটিক এক প্রতিবেদনে জানায়, জাতীয় দলে নির্বাচনের আগে অভিজ্ঞ ফরোয়ার্ডের সঙ্গে আলোচনাও করেন মার্তিনেজ।

আরো পড়ুন । কোহলির অসুস্থতা নিয়ে গুজব ছড়িয়েছিলেন আনুশকা  !

বিশ্বকাপের পর গত বছরের শেষ দিকে ইউরোপ থেকে বেরিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যুক্ত হন রোনালদো। তার এই সিদ্ধান্তও জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন উসকে দেয়। পুরুষ ফুটবলে এরই মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডে কুয়েতের বাদের আল-মুতাওয়ার সঙ্গে ভাগ বসিয়েছেন রোনালদো। কদিন পর ফিলিপাইনসের মুখোমুখি হবে কুয়েত, পর্তুগাল লড়বে লিচটেনস্টেইনের সঙ্গে। মানে ওই রেকর্ড খুব তাড়াতাড়ি কারও একার হচ্ছে না। সূত্র : বংলা ট্রিবিউন

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন