নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চোখ-ধাঁধানো কাভার ড্রাইভের পর বাজে শটে আউট লিটন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩ | ১১:৫৮ অপরাহ্ণ | আপডেট: ২১ এপ্রিল ২০২৩ | ১২:০৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
চোখ-ধাঁধানো কাভার ড্রাইভের পর বাজে শটে আউট লিটন

কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল অভিষেক রাঙাতে পারলেন না লিটন কুমার দাস। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে আইপিএল অভিষেকে তাকে ফিরতে হলো মাত্র ৪ রান করে। সেই রানটাও এসেছে বাউন্ডারি থেকে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে কলকাতা নাইট রাইডার্স। তবে শুরুটা তাদের ভালো হলো না।

এই ম্যাচে একাদশে আসা লিটন এবং জেসন রয়কে ওপেনিংয়ে পাঠায় কলকাতা। নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই সামনের পায়ে চোখ-ধাঁধানো কাভার ড্রাইভে ইশান্ত শর্মাকে সীমানাছাড়া করেন লিটন। তার শট এতটাই নিখুঁত ছিল যে, লিটনকে নিয়ে আশা জাগে সমর্থকদের। তবে সেই আশার আলো নিভে যায় পরের ওভারেই। মুকেশ কুমারের করা দ্বিতীয় ওভারের শেষ বলটিতে টপ এজড হয়ে ক্যাচ তুলে দেন লিটন। ৪ বলে ৪ রানে শেষ হয় তার আইপিএল অভিষেক।

আইপিএল খেলতে লিটন গত ৯ এপ্রিল ভারত গেছেন। এরপর লিটনকে ছাড়াই কলকাতা তিনটি ম্যাচ খেলেছে। আজ আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজের জায়গায় একাদশে সুযোগ হয় লিটনের। তবে সেটা তিনি কাজে লাগাতে পারলেন না। গুরবাজ এবারের আইপিএলের শুরু থেকে টানা ৫ ম্যাচ খেলেছেন। এক ফিফটিতে করেছেন ১০২ রান। সূত্র : কালের কণ্ঠ

শেয়ার করুন